অতি বৃষ্টির কারণে বিভিন্ন জলাধারে জলস্তর বৃদ্ধি পাওয়ার পাশাপাশি জলস্তর বৃদ্ধি পেয়েছে সিউড়ির তিলপাড়া ব্যারেজে। জলস্তর বৃদ্ধি পেতেই ময়ূরাক্ষী নদীর উপর থাকা এই তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়া শুরু করে দপ্তর। আর জল ছাড়া শুরু হতে বেশ কয়েকটি ঘটনা সামনে আসতে দেখা যায়।
বৃহস্পতিবার যখন বিকালে ব্যারেজ থেকে দ্বিতীয়বার জল ছাড়া হয় তখন দেখা যায় নিচে কয়েকজন কর্মী কাজ করছিলেন। তারা অল্পের জন্য প্রাণে বাঁচেন। তাদের মেশিনে করে উদ্ধার করা হয়। আর এসবের মধ্যেই এবার নতুন বিপত্তি দেখা দিয়েছে তিলপাড়া ব্যারেজে। আর সেই বিপত্তি হলো বিশাল ধস।
আরও পড়ুন: তিলপাড়া জলাধারে ভাসছে ওটা কি! দেখেই জেলেদের মাথা খারাপ হওয়ার অবস্থা
সিউড়ি তিলপাড়া ব্যারেজের পাশে যে ইরিগেশন দপ্তর অফিস রয়েছে সেই অফিসের পাশেই জলের তোড়ে বিশালাকার একটি অংশ খালে পরিণত হয়েছে। আর এর ফলেই যেকোনো সময় ধস নামতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইরিগেশন দপ্তরের কারো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।