এখনকার দিনে চুরি, ছিনতাই এসব বড় কিছু ঘটনা নয়। হামেশাই বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। আর অনেক ক্ষেত্রেই দেখা যায় সেই সকল চুরি, ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে। তবে এতদিন পর্যন্ত যে সকল সিসিটিভি ফুটেজ দেখেছেন তার থেকে সম্পূর্ণ আলাদা একটি চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ, কেননা এই ভিডিওতে দেখা যাচ্ছে, ছিনতাইবাজ টাকা রেখে সোনার অলংকার ছিনিয়ে নিয়ে পালাচ্ছেন….
সোনার দোকান থেকে সোনার অলংকার চুরি অথবা ছিনতাইয়ের অনেক অনেক সিসিটিভি ফুটেজ এর আগে সোশ্যাল মিডিয়ায় দেখা দিলেও টাকা রেখে সোনার অলংকার ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা বোধহয় এর আগে কেউ কখনো দেখেননি। তবে এবার সেটাই দেখা গেল।
আরও পড়ুন: কেষ্ট-কাজল ভূমে বিজেপি ৯, তৃণমূল ০! কিছুই জানেন না অনুব্রত
বীরভূমের বোলপুরের বাঁধগোড়া এলাকায় থাকা একটি সোনার দোকানে এমন ঘটনাটি ঘটে। ঘটনার পর সিসিটিভি ফুটেজে দেখা যায় এক যুবক মুখে ফেস মাস্ক পরে দোকানে দাঁড়িয়ে রয়েছেন। তার পাশেই থাকা অন্য একজন ক্রেতা সোনার অলংকার দেখছেন। আর ঠিক সেই সময় ওই যুবক পকেট থেকে কিছু টাকা বের করে দোকানের শোকেসের উপর রাখেন আর সেখানে থাকা কোন একটি সোনার অলংকার ছিনিয়ে সটান চম্পট দেন।
এমন ঘটনার পর অবশ্য ওই দোকানের মালিক এই বিষয়ে কিছু বলতে চাননি। বিষয়টি নিয়ে পুলিশকে যা জানানোর জানাবেন বলে জানিয়েছেন। তবে এমন চুরির ঘটনার পর এখন একাধিক প্রশ্ন সামনে আসছে।
প্রথমত, সোনার দোকান থেকে অলংকার ছিনিয়ে নিয়ে যাওয়া ওই যুবকের আসল উদ্দেশ্য কী?
তার যদি এইভাবে অলংকার ছিনতাই করাই লক্ষ্য থাকত তাহলে কেন তিনি টাকা রেখে গেলেন?
এই ঘটনায় কি জড়িয়ে রয়েছে কোন প্রেমিককে কিছু উপহার দেওয়ার ঘটনা?
নাকি নিতান্তই প্রয়োজনেই ওই যুবক এমন পদক্ষেপ নিয়েছেন?
তবে সে যাই হোক, এসব তদন্ত করার কাজ পুলিশের। যদিও এসব দেখে এখন অনেকেই বলছেন চোর, ছিনতাইবাজরাও মানবিক হয়েছেন।