Dubrajpur News: জাল দলিল করে ভাইয়ের জমি হাতানো! প্রশাসনিক হস্তক্ষেপে দাদার বিরুদ্ধে FIR

লাল্টু মুখার্জি: দলিল জাল করে ভাইয়ের সম্পত্তি নিজের নামে করে নিল গুণধর দাদা। ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের লক্ষীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পাকুরিয়া গ্রামে। ভাই শেখ হাবিবুল এর ১৫ শতক চাষ জমি জাল দলিল করে নিজের নামে করে নেন গুণধর দাদা শেখ মুজিবুল। আর সেই জাল দলিল দেখিয়ে BLRO অফিসে মিউটেশনও করান নিজের নামে। এরপরই ঘটনার কথা জানাজানি হতেই শেখ হাবিবুল BLRO অফিসে আসল দলিল নিয়ে আসেন। এরপরেই নড়ে চড়ে বসেন দুবলাজপুরের BLRO আধিকারিক মনোজ কুমার পাল।

তিনি দুবরাজপুর সাব রেজিস্ট্রি অফিসে লিখিত আবেদন করেন এবং তাতে তিনি জানতে পারেন যে ওই জমির আসল মালিক শেখ মুজিবুল নয়, ওই জমির আসল মালিক শেখ হাবিবুল। এরপর BLRO আধিকারিক ওই চাষ জমি আসল মালিকের নামে করে দেন। পাশাপাশি BLRO আধিকারিক নকল দলিল দেখিয়ে মিউটেশন করানোর অভিযোগে শেখ মুজিবুলের নামে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: ভাগলপুর থেকে কলকাতাগামী বাস ঢুকলো বাড়িতে, রইল সিসিটিভি ফুটেজ

এছাড়াও দুবরাজপুর BLRO অফিসে প্রবেশ পথের দেওয়ালে শেখ মুজিবুলের ছবি সাঁটানো হয়। ছবির উপরে লেখা রয়েছে জাল দলিল জমা দেওয়ার জন্য FIR করা হলো। ইতিমধ্যেই দুবরাজপুর থানা পুলিশ জাল দলিল কাণ্ডে তদন্ত শুরু করেছে।

রাজ্যের পাশাপাশি জেলার বিভিন্ন জায়গায় জাল দলিল করে জমি হাতিয়ে নেওয়ার এমন অভিযোগ বারবার উঠতে দেখা গিয়েছে। এই সকল ঘটনায় এবার প্রশাসনিক এমন তৎপরতা রীতিমতো নজির তৈরি করেছে দুবরাজপুরে। প্রশাসনিক এমন তৎপরতার পরিপ্রেক্ষিতে বহু মানুষ রয়েছেন যারা নিজেদের জমি নিয়ে স্বস্তি পাচ্ছেন।

এছাড়াও বহু মানুষ রয়েছেন যারা এইভাবে নিজেদের জমি নিয়ে প্রতারণার সম্মুখীন তারাও তাদের নায্য জমি ফিরে পাওয়ার আশায় রয়েছেন। কেননা এইভাবে প্রশাসনিক হস্তক্ষেপে জমি ফেরত এবং যে ব্যক্তি এমন ঘটনা ঘটিয়েছেন তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ রীতিমতো নজিরবিহীন।