কাঞ্চনজঙ্ঘা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, পর পর দুদিন ছুটবে আহমেদপুর কাটোয়া রুটে, বড় দাবি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের

খানা জংশনে ইন্টারলকিং কাজের জন্য ইতিমধ্যেই বেশ কিছু ট্রেন বাতিলের ঘোষণা করেছে ভারতীয় রেল, অন্যদিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেনকে ডাইভার্ট করে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাইভার্ট করে যে সকল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে হাওড়া জয়নগর এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেসের মত ট্রেন। এইসব ট্রেনগুলি আহমেদপুর কাটোয়া রুটে দুদিন চালানো হবে। আগামী ৬ ও ৭ ডিসেম্বর ট্রেনগুলি ওই রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সকল ট্রেন আহমেদপুর কাটোয়া রুটে চালানোর পরিপ্রেক্ষিতে আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফে ঐ সকল ট্রেনের লাভপুর ও কীর্নাহার স্টেশনে স্টপেজের দাবি তোলা হলো। দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার লাভপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজারের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ ইচ্ছেটাই আসল! বোলপুরের দুধ বিক্রেতার ছেলে হরিয়ানা যাচ্ছে ক্রিকেট খেলতে

প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, দুদিন স্টপেজ দেওয়ার পরিপ্রেক্ষিতে হয়তো তাদের খুব একটা লাভ হবে না, তবে তাহলেও লাভপুর, কীর্নাহার ও পার্শ্ববর্তী গ্রামগুলির যাত্রীদের ভীষণ উপকার হবে। এছাড়াও তারা হাওড়া শিয়ালদা যাওয়ার স্থায়ী ট্রেনের দাবি করেছেন।