বিয়ে ঠিক হওয়ার পর যুবতীর বোনের সঙ্গে সম্পর্ক! সম্বন্ধ বদলে গেল নৃশংসতাই, ঘটনায় ৪ জনকে দোষী ঘোষণা করে যাবজ্জীবন কারাদন্ড দিল আদালত

২০১৯ সালের একটি নৃশংস ঘটনার সাজা ঘোষণা হল শনিবার। যে ঘটনায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করার পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল বীরভূম জেলা আদালত। পাশাপাশি ১০০০ টাকা করে জরিমানা করা হয়েছে এবং জরিমানার সেই টাকা না দিলে আরও দু’মাসের জেল ঘোষণা করা হয়েছে।

আইনজীবীদের থেকে ঘটনা সম্পর্কে যা জানা গিয়েছে, সিউড়ির সোনাতোর পাড়ার পেশায় রাজমিস্ত্রি শেখ শামসুদ্দিন নামে এক যুবকের সঙ্গে দোষী সাব্যস্ত হওয়া পরিবারে যাতায়াত ছিল এবং সেই পরিবারের এক যুবতীর সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তার বোনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন শামসুদ্দিন। একই পরিবারের দুজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার পর একদিন যখন শামসুদ্দিন ওই বাড়িতে গিয়েছিলেন তখন বিষয়টি নিয়ে বাক বিতণ্ডা শুরু হয়। আর এরপরই নৃশংসভাবে শামসুদ্দীনকে ওই যুবতীর পরিবারের সদস্যরা খুন করেন এবং দেহ লোপাটের জন্য অন্যত্র ফেলে আসেন।

আরও পড়ুনঃ Dubrajpur: দুবরাজপুরের বুকে প্রথম রাতে ক্রিকেট খেলার আয়োজন, তদারকিতে পুলিশ

পরে মামলা দায়ের হলে পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে তিনজন মহিলা ও একজন পুরুষকে গ্রেপ্তার করে। তারা দীর্ঘদিন ধরেই জেলে ছিলেন। পরে তারা দোষী সাব্যস্ত হন এবং শনিবার সাজা ঘোষণা করা হয়।