Overloaded Dump Trucks: সিউড়ি ২ নম্বর ব্লকের বিএল এন্ড এলআরও সোমনাথ মাইতির হাতে চারটি ওভারলোড বালি বোঝায় ডাম্পার ধরা পড়ল বুধবার। যে ডাম্পারগুলি থেকে কম করে এক লক্ষ টাকা করে জরিমানা আদায় করা হবে বলেই জানা যাচ্ছে।
সিউড়ি ২ নম্বর ব্লকের বিএল এন্ড এলআরও সোমনাথ মাইতি বুধবার পুরন্দরপুর অফিস যাওয়ার সময় এক ডালিয়া মোড়ের কাছে চারটি বালি বোঝায় ডাম্পার দাঁড়িয়ে থাকতে দেখেন। ওভারলোড ডাম্পারগুলিকে (Overloaded Dump Trucks) দেখে তার সন্দেহ হয় এবং কাগজপত্র দেখতে চান। আর তখনই ফাঁস হয় ওই সকল ডাম্পারের চালাকি।
বালি বোঝাই ঐ সকল ডাম্পারের চালকরা কেউ কোন বৈধ কাগজ দেখাতে পারেনি। আর এরই পরিপ্রেক্ষিতে ওই চারটি ডাম্পার আটক করা হয়।
কেন বৈধ কাগজ ছিল না, চালকদের এমন প্রশ্ন করা হলে কেউ বলেন তিনি এখানে নতুন, কিছু জানেন না। আবার কেউ কেউ দাবি করছেন, যা খরচ বেড়ে গিয়েছে তাই এইভাবে বালি পাচার করা হচ্ছে। বালি বোঝায় ওই সকল ডাম্পারগুলি (Overloaded Dump Trucks) দুবরাজপুরের দিক থেকে আসছিল এবং মালদা যাচ্ছিল বলেই জানা গিয়েছে।
