Hotel-Motel HomeStay: হোটেল, মোটেল আর হোমস্টের মধ্যে পার্থক্য কোথায়?

ব্যস্ততার জীবনে অফিসের কাজ থেকে একটু রেহাই পেলেই ভ্রমণপিপাসু মানুষ বেরিয়ে পড়েন কখনো নিস্তব্ধ পাহাড়ের কোলে আবার কখনো বা সমুদ্র সৈকতে। আর এই পর্যটকদের আনাগোনাতে হোটেল ব্যবসাও জমে উঠেছে রমরমিয়ে। দূরে ঘুরতে গেলে যাত্রীরা তাদের নিজেদের সুবিধা মতো কেউ বেছে নেয় হোটেল, কেউ আবার পছন্দের মোটেল অথবা নিরিবিলি হোমস্টে। জাতীয় বা রাজ্য সড়কের পাশে কেউ আবার মোটেলও বেছে নেয়। ঘুরতে গেলে পর্যটকদের বেছে নিতে হয় এই তিনটির মধ্যে যেকোনো একটি। কিন্তু আপনি কি এই হোটেল, মোটেল এবং হোম স্টে-র পার্থক্য জানেন?

আরামপ্রিয় পর্যটকদের চাহিদা মতো থাকা,খাওয়া আরও নানান সুবিধা হোটেলে উপভোগ করা যায়। এগুলো নির্ভর করে হোটেলের গুণগত মানের ওপর। বর্তমানে ঝা চকচকে হোটেলে পর্যটকদের প্রয়োজন মত আরও নানান বিলাসবহুল পরিষেবা চালু রয়েছে। আবার মোটেল হল মোটর বা গাড়ি রেখে থাকার উপযোগী জায়গা। যা তুলনা মূলক কম খরচে মেলে।

আরও পড়ুন: Homemade Toner: ড্রাই স্কিনের সমস্যা দূর করতে এইভাবে বাড়িতেই বানিয়ে নিন টোনার

ভারতীয় পর্যটন মন্ত্রকের দেওয়া মোটেল সম্পর্কিত সংজ্ঞা থেকে জানা যায়, গাড়ি নিয়ে যেসব পর্যটক যাতায়াত করছেন তাঁদের রাত্রিবাস এবং বিশ্রামের জন্যই এই জায়গা তৈরি করা হয়েছে।বাধ্যতামূলকভাবে মোটেল হতে হবে জাতীয় এবং রাজ্য সড়ক অথবা কোনও বড় রাজপথের ধারে। তবে একটি অন্যতম তফাৎ হল হোটেল যেকোনো জায়গায় গড়ে উঠতে পারে তবে মোটেল বড় রাজপথের পাশেই থাকবে।

সর্বশেষ রয়েছে হোমস্টে। যেটি পাহাড়ে পারি দিলেই দেখা মেলে। হোমস্টে এই শব্দ থেকেই খুব সহজে বোঝা যায় এটি মূলত কোনো ঘরোয়া থাকার জায়গা বা ছাপোষা পরিবেশকে বোঝায়। যেখানে অতিথেয়তা থাকে একবারে ঘরোয়া। পাহাড়ি এলাকায় ঘরোয়া আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে হোমস্টে-র উপরে জোর দেওয়া হচ্ছে।

এছাড়া বিলাসবহুল হোটেলে পর্যটকদের আনন্দের জন্য মেলে নানান খেলা, জিম, স্পা ইত্যাদি। যা মোটেল বা হোমস্টে তে মেলে না। হোটেল অনুযায়ী তার খরচ নির্ধারণ হয়। তবে মোটেল তৈরি হয়েছে, তুলনামূলক কম খরচে বিশ্রাম বা রাতে থাকার জন্যে। মূলত হোমস্টে-র খরচ নির্ভর করে পরিকাঠামো এবং পরিষেবার উপর।