ঝড়ের গতিতে বেড়েছে সম্পত্তি! শুভেন্দু সহ বিরোধী ১৭ নেতার বিরুদ্ধে মামলা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নেতা মন্ত্রীদের সম্পত্তি ঝড়ের গতিতে বৃদ্ধির ঘটনা নতুন কিছু নয়। বহু নেতা মন্ত্রীদের ক্ষেত্রেই এমনটা দেখা যায়। তবে এবার এই সকল ঘটনা ধীরে ধীরে গড়াতে দেখা যাচ্ছে আদালতে। আদালতে নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে হচ্ছে জনস্বার্থ মামলা। এই সকল জনস্বার্থ মামলায় যা তুলে ধরা হচ্ছে তা রীতিমত চমকে দেওয়ার।

Advertisements

অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে শাসক দল তৃণমূলের ১৯ জন নেতা মন্ত্রীর বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। এরই পাল্টা হিসাবে এবার বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ ১৭ নেতার বিরুদ্ধে তরতড়িয়ে সম্পত্তি বৃদ্ধির অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হল। মামলাটি করেছেন আইনজীবী অভিজিৎ সরকার।

Advertisements

শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ২০১৭ সালে করা জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি কলকাতা হাইকোর্ট ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছে। এই মামলায় শাসক দলের যে সকল নেতা মন্ত্রীদের নাম রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, শিউলি সাহা, সব্যসাচী দত্ত, গৌতম দেব, রাজীব বন্দ্যোপাধ্যায়, অমিত মিত্র, মদন মিত্র। এছাড়াও রয়েছেন প্রথম সারির একাধিক নেতা নেত্রী। প্রয়াত মন্ত্রীদের মধ্যে হলেন সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডে।

Advertisements

আর এবার বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে আইনজীবী অভিজিৎ সরকার যে সকল নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির অভিযোগ এনে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তারা হলেন বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা। এদের মধ্যে উল্লেখযোগ্য ভাবে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার বাবা শিশির অধিকারী।

এছাড়াও রয়েছেন শুভেন্দু অধিকারীর পরিবারের আরও এক সদস্য দিব্যেন্দু অধিকারী। পাশাপাশি রয়েছেন বিজেপির লকেট চ্যাটার্জি, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, অনুপম হাজরা, মনোজ কুমার ওঁরাও, মিহির গোস্বামী, অগ্নিমিত্রা পল, শমীক ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য, শীলভদ্র দত্ত, বিশ্বজিৎ সিনহা, জিতেন্দ্র তেওয়ারি। তালিকায় সিপিআইএম নেতা হিসাবে নাম যুক্ত হয়েছে মহঃ সেলিমের। কংগ্রেস নেতাদের তালিকায় নাম রয়েছে আব্দুল মান্নানের।

Advertisements