ভবিষ্যৎ সম্পর্কে জানার আগ্রহ কম-বেশি প্রত্যেকেরই থাকে। আর দুমাস পরেই শেষ হতে চলেছে ইংরেজির ২০২২ সাল। তারপরেই শুরু হতে চলেছে ২০২৩। অনেকেরই জানার ইচ্ছা থাকে ২০২৩ সালে জীবনযাত্রা কেমন যাবে? কি ভবিষ্যৎবানী করে গেছেন বাবা ভাঙ্গা?
জানা গিয়েছে, বুলগেরিয়ার বিখ্যাত ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গা নাকি ৫০৭৯ সাল পর্যন্ত পৃথিবীর ভবিষ্যৎবাণী করে গেছেন। তাঁর ভক্তদের কাছ থেকে এও জানা গিয়েছে, বুলগেরিয়ায় জন্ম হওয়া বাবা ভাঙ্গা-র প্রতিটি ভবিষ্যৎবাণী নাকি সত্যি হয়েছে। ১৯১১ সালে জন্ম হয় বাবা ভাঙ্গারের এবং ১৯৯৬ সালে অর্থাৎ ৮৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। সেই সময় তিনি নাকি ৫০৭৯ সাল পর্যন্ত পৃথিবীর ভবিষ্যৎবাণী করে গেছেন।
জানা গিয়েছে, এক বজ্রপাতের কারণে এই ভবিষ্যৎদ্রষ্টা দৃষ্টিহীন হয়ে পড়েন। তারপর থেকেই তিনি ভবিষ্যৎ দেখার ক্ষমতা রাখেন বলে জানা যায়, তাঁর ভক্তদের কাছ থেকে। চলুন দেখে নেওয়া যাক ২০২৩-এর কি ভবিষ্যৎবাণী করে গেছেন এই ব্যক্তি।
পৃথিবীর দুর্যোগ : বাবা ভাঙ্গা-র ভবিষ্যৎ অনুযায়ী জানা গিয়েছে আগামী বছর পৃথিবীতে এক বড় দুর্যোগ নেমে আসতে চলেছে। হঠাৎ এক মহাজাগতিক ঘটনার প্রভাবেই আগামী বছর পৃথিবী নামক গ্রহে এক ভয়ংকর দুর্যোগ আসতে পারে বলে জানিয়েছেন বাবা ভাঙ্গা।
শুক্র গ্রহে পাড়ি : এছাড়া আগামী বছরে শুক্র গ্রহে মানুষদের পাড়ি দেওয়ার ব্যাপারটাও অনেকটা এগিয়ে যাবে বলে ভবিষ্যবাণী করেছেন বাবা ভাঙ্গা। ২০২৮-এর মধ্যে মানুষ শুক্র গ্রহে পাড়ি দিতে পারবেন বলেও জানা গেছে। এছাড়া ২০৪৬ সালে বিজ্ঞানপ্রযুক্তি এতটা উন্নত হবে যার ফলে মানুষের গড় আয়ু ১০০র বেশি হবে বলে জানিয়েছেন বাবা ভাঙ্গা।
ধ্বংসের মুখে পৃথিবী : বাবা ভাঙ্গারের ভবিষ্যবাণী অনুযায়ী জানা গিয়েছে ৫০৭৯ সালে ধ্বংস হয়ে যাবে আমাদের পৃথিবী। তাঁর পরবর্তী অবস্থা সম্পর্কে আর জানা যায়নি কারণ তিনি ৫০৭৯ সাল পর্যন্ত এই ভবিষ্যৎবাণী করে মৃত্যুবরণ করেছিলেন বলে জানা যায়।