মা হবার পর যেনো বাঁধ ভাঙলো রূপ। সাদা শাড়িতে শুভশ্রী সবাইকে করলো কুপোকাত

Antara Nag

Published on:

Advertisements

শুভশ্রী কখনও তাঁর ভক্তদের নিরাশ করেন না। বরং, প্রতিবার একটি নতুন অবতারে এসে তাক লাগিয়ে দেন সকলকে। বর্তমানে তার শারীরিক সৌন্দর্য দেখে বেহাল হয়ে যাচ্ছেন অনেক ভক্তই। আর শুভশ্রী যা সুন্দরী তাতে এমনটা না হবার কোনো কারণ নেই। এই কথা অস্বীকার করার কোনো জায়গায় নেই যে, শুভশ্রী যেকোনও পাশ্চাত্য পোশাকই পরুন কিংবা যেকোনও ভারতীয় পোশাক, সব ধরনের পোশাকেই শুভশ্রীকে দারুন দেখায়। তাঁর দিক থেকে চোখ ফেরানো দায় হয়ে যায়।

Advertisements

সম্প্রতি, একটি সাদা রঙের শিমার শাড়ি পরে শুভশ্রী বেশ কিছু ছবি শেয়ার করেছেন। এই রঙের শাড়িতে অভিনেত্রীর অপরূপ রূপের শোভা ফুটে উঠেছে। শাড়ির মতো পোশাক পরেও যে এরকম উষ্ণতা তৈরি করা যায়, তা শুভশ্রী বারবার প্রমাণ করে দিয়েছেন। এই শিমারি শাড়ির সঙ্গে একটা ডিপ নেক ব্লাউজ দিয়ে তার সাজ সম্পূর্ণ করেছেন। দুর্দান্ত এই সাজ থেকে নানান ধারণাও নিতে পারেন আপনি।

Advertisements

এখন সামনেই আসছে বিয়ের মরশুম, আর এই সময়ে আপনি কী ধরনের শাড়ি পরবেন, তা নিয়ে চিন্তা থাকেই। আর তাই বিয়ে বাড়ীতে এই ধরনের শাড়ি পরে সকলের দৃষ্টি আকর্ষণ করাই যায়। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই লুকটি তৈরি করার জন্য একটি সাদা রঙের শাড়ি নিয়ে নিয়েছেন। শিমারি শাড়িতে চমৎকার দেখাচ্ছে অভিনেত্রীকে। শাড়ির রঙ ও শুভশ্রীর গায়ের রং কে হাইলাইট করেছে। শুভশ্রীকে দেখে এখন অনেক ভক্তই তার প্রেমে পরছেন। তবে এই ছবির অন্যতম আকর্ষণ ছিল তার ব্লাউজটি। শাড়ী ও ব্লাউজে একই রং বজায় রেখেছেন তিনি।

Advertisements

সম্পূর্ণ মনোক্রম্যাটিক লুকও ভিন্ন সৌন্দর্য বহন করতে পারে, তা প্রমাণ করে দিয়েছেন শুভশ্রী। আর তাঁর ফ্যাশন সেন্সের প্রশংসা করতে বাধ্য হয়েছেন একসঙ্গে সকলেই। এই লুকটি সম্পূর্ণ করার জন্য শুভশ্রী কানে ড্যাংলারস পরেছেন। চুল ছিলো তার খোলা আর মেকআপ ছিল হালকা। যা তার শাড়ি ও ব্লাউজের সাথে বেশ ভালোই মানিয়েছে।

তবে এটাই প্রথমবার নয়, এর আগেও অনেক বারই শাড়িতে হট অবতারে ধরা দিয়েছেন শুভশ্রী। তখন শুভশ্রীর পরনে ছিল একটি হলুদ রঙের বেনারসি। মিতান ঘোষের ডিজাইন করা উজ্জ্বল এই হলুদ শাড়িতেও শুভশ্রী নজর কেড়েছিল সবার। এই ডিজাইনারের প্রত্যেকটি শাড়িই হয় দারুন। হলুদ রঙের বেনারসিটির উপর রুপোলি জরির কাজ ছিল। এতে রুপোলি জরি দিয়ে সুন্দর ছোট ছোট ফুল বোনা হয়েছিল। আর শাড়িটির চওড়া পাড়ে রুপোলি জরির কাজ নজর কেড়েছিল সবার।

Advertisements