অজান্তেই SBI অ্যাকাউন্ট থেকে কাটা যাচ্ছে ৪৩৬ টাকা, রইল বন্ধ করার পদ্ধতি

Antara Nag

Published on:

Advertisements

উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত ব্যাঙ্কে টাকা রাখেন প্রায় সকলেই। আর সকলেই ভাবেন ব্যাঙ্কে তাদের টাকা সুরক্ষিত থাকবে। তবে কয়েক বছর আছে কয়েকটি বিমা যোজনা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী। আর সেই বিমা যোজনার আওতায় অটো ডেবিট অন থাকলেই প্রতি মাসে ব্যাঙ্ক থেকে কেটে নেওয়া হবে ৪৩৬ টাকা।

Advertisements

সাধারণ নাগরিককে বিমার আওতায় সুরক্ষা প্রদানের জন্য ২০১৫ সালে দুটি যোজনা চালু করেছিল কেন্দ্র। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY)র আওতায় সুবিধা পায় সাধারণ মানুষ।

Advertisements

১৮ থেকে ৫০ বছর বয়সী কোনও গ্রাহক প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) এর আওতায় আসতে পারেন। এক্ষেত্রে আধার কার্ড অ্যাকাউন্টগুলির প্রাথমিক KYC হিসেবে কাজ করে। SBI-সহ অন্য যে ব্যাঙ্কে গ্রাহকদের অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের অনেকেই অটো-ডেবিট অপশন অ্যাক্টিভ করে রাখেন। আর সেই কারণেই এই বিমা যোজনার আওতায় পড়লে নিজে নিজেই ব্যাঙ্ক থেকে কেটে নেওয়া হবে ৪৩৬ টাকা।

Advertisements

তবে যদি কোনও ব্যক্তি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা আর চালিয়ে না যেতে চান, সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বছরে অটো ডেবিট অপশন বাতিল করতে পারেন। আবার কোনও ব্যক্তি যদি পলিসি চালিয়েও যেতে চান,সেক্ষেত্রেও অটো ডেবিট অন রাখার আবিশ্যকতা নেই। এর জন্য প্রথমে PMJJBY স্কিম যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে যেতে হবে। ব্যাঙ্ককে গিয়ে PMJJBY প্রিমিয়াম অটো পেমেন্ট বন্ধ করার জন্য অনুরোধ জানাতে হবে।

অন্যদিকে, একটি বিষয়েও খেয়াল রাখতে হবে গ্রাহকদের। যদি কোনও ব্যক্তি যোজনা চালিয়ে যেতে চান ও সময় মতো যোজনার টাকা জমা না হয়, সেক্ষেত্রে অটোমেটিক ভাবে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা বন্ধ হয়ে যাবে। একইসঙ্গে যদি অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকে, সেক্ষেত্রেও প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা বাতিল হয়ে যাবে।

জুন থেকে পয়লা মে পর্যন্ত বছর হিসেবে ধরে জীবন বিমা পলিসির কভার পাওয়া যায়। ১২ মাসের এই পলিসি রিনিউ করা যেতে পারে। এক্ষেত্রে ২ লাখ টাকার জীবন বিমা পাওয়া যায়। যে ব্যক্তি এই পলিসি কিনবেন, তাঁকে বার্ষিক প্রিমিয়াম দিতে হয় ৪৩৬ টাকা। অটো ডেবিট অন থাকলে, বার্ষিক কভারেজ মেয়াদের ৩১ মে বা তার আগে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকা কেটে নেওয়া হয়।

Advertisements