‘দিদি আছে, চিন্তা কী, সবাই পাশ’, আবির মেখে উচ্ছ্বাস মাধ্যমিক পরীক্ষার্থী ও মায়েদের

Amarnath Dutta

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। ২০২৩ সালের এই মাধ্যমিক পরীক্ষা শেষ হয় শুক্রবার। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন জায়গায় আবির খেলা থেকে শুরু করে হৈ হুল্লোড়ে মেতে উঠতে দেখা যায় পরীক্ষার্থীদের। তবে এসবের মধ্যেই আলাদা হবে নজর কাড়ে উত্তর ২৪ পরগনার বারাসাত।

Advertisements

এখানকার দত্তপুকুর কাশিমপুর বালিকা বিদ্যালয়ের সামনে পড়ুয়াদের ফুল মস্তিতে দেখা গেল পরীক্ষা শেষ হওয়ার পর। শুধু পড়ুয়ারা নয়, পাশাপাশি ফুল মস্তিতে দেখা যায় তাদের অভিভাবকদেরও। অন্যান্য বছরেও মাধ্যমিক পরীক্ষা হয় আর মাধ্যমিক পরীক্ষা শেষে উচ্ছ্বাস দেখা যায়, কিন্তু এবারের মত নয়। এবারে এত উচ্ছ্বাসের কারণ জিজ্ঞেস করলে এক পরীক্ষার্থীর মা জানান, ‘দিদি আছে যখন সবাই পাশ। আজ থেকে পার্টি হবে, ফুল মস্তি।’

Advertisements

এখানেই শেষ নয় পাশাপাশি ওই অভিভাবিকা জানান, ‘আজ পরীক্ষা শেষ আর দেড় মাস পড়তে হবে না। দেড় মাস ধরে চলবে হইহুল্লোড়। এখন থেকেই পার্টি শুরু হয়ে গিয়েছে। মেয়েদের আলাদা টিম আর আমাদের আলাদা টিম। আমাদের মোট ১২ জন রয়েছে। এখন থেকেই এই পার্টি শুরু হয়ে গেল। ঘোরাফেরা, খাওয়া-দাওয়া এইসব চলবে।’

Advertisements

এর পাশাপাশি ওই স্কুলের অভিভাবিকাদের যে টিম রয়েছে তাদের তরফ থেকে জানানো হয়, “যারা প্রথম, দ্বিতীয় এসব হয় তারা কারো সঙ্গে মিশতে পারে না। আমাদের ওসব নেই। মেয়েরা পাশ করলেই হবে। চাকরি করতে হবে এর কোন মানে নেই। অন্যান্য বিভিন্ন পথ রয়েছে। এবার পার্টি হবে, পিকনিক হবে, মুভি দেখা হবে, যাকে ফলে ফুল মস্তি।”

আর এরই সঙ্গে সঙ্গে ওই অভিভাবিকাকে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টানতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে তিনি জানান, “দিদি তো বলেইছে পাশ। ফেল বলে কিছুই নেই। সব পাশ।”

Advertisements