ওরিয়েন্ট নিয়ে এলো দেশের প্রথম ক্লাউড ফ্যান, হার মানবে এসিও

Antara Nag

Updated on:

Advertisements

পারদ চড়ছে, আরও বেশ অনেকটাই চড়বে। এমন পূর্বাভাস দিয়েই রেখেছে আবহাওয়া দফতর। তবু এরই মধ্যে সুবাতাস বইয়ে দিতে পারে একটি সুখবর। ভারতে আসছে এক নতুন ধরনের বৈদ্যুতিন পাখা (Fan), যা ঘরের তাপমাত্রা কমিয়ে আনতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসে। অন্তত তেমনই দাবি করছেন নির্মাতা সংস্থা ওরিয়েন্ট (Orient) এর কর্ণধারেরা।

Advertisements

ওরিয়েন্ট (Orient) ইলেকট্রিক লিমিটেড বাজারে আনতে চলেছে ‘ক্লাউড ৩ ফ্যান’। ইতিমধ্যে সে বিষয়ে ঘোষণাও করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, উন্নত ‘ক্লাউডচিল’ প্রযুক্তি দ্বারা চালিত এমন ‘কুলিং ফ্যান’ ভারতে এই প্রথম। এই পাখা থেকে যে শুধু ঠান্ডা হাওয়া পাওয়া যাবে তাই নয়, ঘরের তাপমাত্রাও কমিয়ে দিতেও পারা যাবে।

Advertisements

ওরিয়েন্ট (Orient)- এর এই দুর্দান্ত প্রোডাক্টটি এমনই এক ডিভাইস, যা ফ্যান নয়, এসি নয়, আবার কুলারও নয়। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এগজিকিউটিভ অফিসার রাকেশ খান্না বলছেন, এটি এই তিনটিরই নিখুঁত মিশ্রণ। আসলে এটিই দেশের প্রথম Cloud Fan। ওরিয়েন্ট (Orient) -এর এই ইলেকট্রিক ক্লাউড ফ্যানের নাম Cloud3। প্রোডাক্টটি আপনার ঘরের তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামিয়ে আনতে পারে। এই Orient Cloud3 ফ্যানের দাম ভারতে ১৫,৯৯৯ টাকা। তবে আপনি Amazon থেকে ইন্ট্রোডাক্টারি অফারে ১১,৯৯৯ টাকাতেই পেয়ে যাবেন এই ফ্যান। সঙ্গে দুই বছরের ওয়ারান্টিও পাওয়া যাবে।

Advertisements

এসি (AC) অনেক সময় টাটকা বাতাস গ্রহণ না করে একই বাতাস সঞ্চালন করে। কুলারের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হল তার শব্দ। অন্য দিকে সিলিং ফ্যানে আর দাবদাহ কাটে না। তাই এই সব সমস্যার সমাধান আপনি একত্রে পেয়ে যাবেন Orient-এর Cloud3 ফ্যানে।

এই Orient cloud fan এ আপনাকে শুধুমাত্র জল ভরতে হবে। আর সারারাত আপনার ঘরের তাপমাত্রা ঠান্ডা রাখতে ৪ লিটার জল ভরতে হবে এই ফ্যানে। ৪ লিটার জল ভরলে আপনার ঘর ৮ ঘণ্টার জন্য ঘর ঠান্ডা রাখতে পারবে পাখাটি। ফ্যানটি ঘরের আর্দ্রতা খুব বেশি বাড়ায় না, তাই এই পরিমাণ জলেই স্বস্তিদায়ক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন কাস্টমাররা। অসাধারণ একটি প্রযুক্তির সাহায্যে একটি কুলিং ক্লাউড পরিবেশ তৈরি করবে এই ফ্যানটি।

এই Orient Cloud fan দুটি বক্সে শিপিং করা হচ্ছে। খুব সহজেই কাস্টমাররা তাঁদের বাড়িতে ইনস্টল করে নিতে পারবেন। সাদা এবং কালো দুটি কালার অপশন রয়েছে এর। টিল্ট বাদ দিয়ে এই ফ্যানের সমস্ত ফাংশন রিমোটের সাহায্যে কন্ট্রোল করা যাবে। তবে এখনই এই ফ্যানটি স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করতে পারবেন না। কারণ, অ্যাপের বন্দোবস্ত আপাতত করা হয়নি।

Advertisements