মাত্র ১০৭ টাকায় সবকিছু, BSNL-এর কাছে কুপোকাত Airtel-Jio

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা রয়েছে তাদের মধ্যে বৃহত্তম টেলিকম সংস্থা হল Jio এবং দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা হল Airtel। এই দুটি টেলিকম সংস্থা অত্যাধুনিক পরিষেবা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের মন জয় করে নিয়েছে এবং তারা আজ বিপুল গ্রাহক নিজেদের ঝুলিতে পুরতে সক্ষম হয়েছে।

Advertisements

এই দুই টেলিকম সংস্থা ছাড়াও ভারতে ব্যবসা বজায় রেখেছে ভোডাফোন আইডিয়া (Vi) এবং BSNL। গ্রাহক সংখ্যা নিরিখে এই দুই টেলিকম সংস্থা অনেক পিছিয়ে রয়েছে। সবচেয়ে পিছিয়ে থাকা টেলিকম সংস্থাটি হলো রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। তবে BSNL খরচের দিক দিয়ে গ্রাহকদের স্বস্তি দিয়ে থাকে। যে কারণেই বহু গ্রাহক তাদের দ্বিতীয় নম্বর হিসাবে BSNL ব্যবহার করেন।

Advertisements

যেখানে অন্যান্য টেলিকম সংস্থার গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ খরচ করে পরিষেবা বহন করতে হয় সেই জায়গায় BSNL-এর মাত্র ১০৭ টাকা রিচার্জ প্ল্যানে সবকিছু পাওয়া যায়। ১০৭ টাকার রিচার্জ প্ল্যান ব্যবহার করেই গ্রাহকরা কল করা থেকে শুরু করে ইন্টারনেট, ভ্যালিডিটি সবকিছু পেয়ে থাকেন। তবে এইসব কোনোভাবেই আনলিমিটেড দেওয়া হয় না। কিন্তু যে সকল গ্রাহকদের মোবাইল ব্যবহার সীমিত তাদের জন্য এই রিচার্জ প্ল্যান যথেষ্ট।

Advertisements

BSNL গ্রাহকরা ১০৭ টাকা রিচার্জ করলে পাবেন ভারতবর্ষের যেকোনো নম্বরে ২০০ মিনিট কথা বলার সুযোগ। এর পাশাপাশি এই রিচার্জ প্ল্যানের সঙ্গেই রয়েছে 3gb ডেটা। তবে এই রিচার্জ প্ল্যানের সঙ্গে এসএমএস করার কোন সুবিধা দেওয়া হয় না। পাশাপাশি এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকদের আলাদা করে কোন ভ্যালিডিটি রিচার্জ করার প্রয়োজন নেই। গ্রাহকরা ৩৫ দিনের ভ্যালিডিটি পেয়ে থাকেন।

যদিও একসময় এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা আরো অনেক বেশি দিনের ভ্যালিডিটি পেতেন। কিন্তু সেই ভ্যালিডিটি সংস্থার তরফ থেকে কমিয়ে দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে কল মিনিট এবং ডেটার পরিমাণ বাড়ানো হয়েছে।

Advertisements