প্রকাশ্যে জগজিৎ সিং-এর উইল, ম্যানেজার-গাড়ি চালকও পেলেন কোটি কোটি টাকা

Antara Nag

Published on:

Advertisements

সুরজগতের এক চির উজ্জ্বল নক্ষত্র ছিলেন গায়ক জগজিৎ সিং (Jagjit Singh)। যাঁর কন্ঠ আজও অমর হয়ে আছে সকলের কাছে। জীবনে অনেক দুঃখ কষ্ট পেয়েছেন গায়ক জগজিৎ সিং। কিন্তু তবুও তিনি ভেঙ্গে পড়েনি। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি সবসময়ই দারিদ্রদের পাশে দাঁড়িয়েছেন। তবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁর এক উইল। যা দেখে তার প্রতি শ্রদ্ধাশীল হয়েছে নেটজনতা।

Advertisements

জানা গেছে ২০১১ সালের ১০ই অক্টোবর মৃত্যুবরণ করেন গায়ক জগজিৎ সিং (Jagjit Singh)। মুম্বাইয়ের শানমুখানন্দ নামক এক হলে অনুষ্ঠান করেন জগজিৎ। আর সেখানেই ব্রেন হেমারেজ হয় এই বিখ্যাত গায়কের। তবে সেখান থেকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়ার পরে পরলোক গমন করেন গায়ক জগজিৎ সিং (Jagjit Singh)। আর তারপরেই প্রকাশ্যে আসে এই শিল্পী কতটা দয়ালু।

Advertisements

সূত্র মারফতে জানা গিয়েছে প্রয়াত জগজিৎ সিং সব সময়ই সমাজসেবার কাজে যুক্ত থাকতেন। এমনকি তিনি বিনা পারিশ্রমিকে বিভিন্ন কনসার্টে গান গেয়েছেন। এছাড়াও এই গায়ক অনেক সময় তাঁর শো-এর টাকা দান করেছেন স্বেচ্ছাসেবী সংস্থায়। এর পাশাপাশি রোগীদের সুস্থতার জন্য অর্থ অনুদান করেছেন জগজিৎ সিং।

Advertisements

তবে অন্যদিকে, জগজিৎ সিং-এর মৃত্যুর পর প্রকাশ্যে এসেছে তাঁর একটি উইল। যে উইলের মাধ্যমে জানা গেছে তিনি তাঁর বাড়ির কাজের লোকের জন্য কতটা ভাবতেন। তবে কি লেখা ছিল এই উইলে? গায়ক কুমার শানু এক চ্যাট শোতে গিয়ে জানিয়েছিলেন জগজিৎ সিং-এর এই উইলের ঠিক কি লেখা ছিল।

কুমার শানুর কথায় জানা গিয়েছে, জগজিৎ সিং তার গাড়ি চালক, বাড়ির পরিচারিকা, যিনি গাড়ি ধুয়ে দিতেন সেই ব্যক্তি, যিনি তাঁর বাড়িতে কাজ করতেন সেই ব্যক্তিদের জন্য ২ কোটি করে টাকা রেখে গেছেন। এছাড়াও কুমার শানুর কথায় জানা গিয়েছে তিনি শিল্পীদেরও খুব সাহায্য করেছেন। যার মধ্যে কুমার শানু একজন। যা নিজেই সকলের সামনে প্রকাশ করেছে গায়ক কুমার শানু।

Advertisements