রাজপাট চালাতে লেখাপড়ার দরকার হয় না, প্রমাণ করলেন অনুব্রত

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ টালবাহনের পর গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হওয়া অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) মঙ্গলবার দিল্লি নিয়ে যাওয়া হয়। সেখানে শুক্রবার পর্যন্ত তিনি ইডি (ED) হেফাজতে রয়েছেন। ইডি হেফাজতে থাকাকালীন তদন্ত চালানোর সময় একের পর এক কাণ্ড কারখানায় রীতিমতো ফ্যাসাদে পড়তে হচ্ছে দুঁদে ইডি অফিসারদের।

Advertisements

ইডি সূত্রে জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডল আধিকারিকদের সঙ্গে কথা বলার সময় টানা বাংলায় কথা বলছেন। একজন আধিকারিক তাকে হিন্দিতে কথা বলার জন্য অনুরোধ জানালে অনুব্রত মণ্ডল তাকে জানান, তিনি হিন্দি জানেন না। হিন্দি ভাষায় তার সমস্যা রয়েছে। স্বাভাবিকভাবেই ভাষাগত দিক দিয়ে কার্যত সমস্যায় পড়তে হচ্ছে ইডি আধিকারিকদের।

Advertisements

ইডি আধিকারিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনর্গল বাংলা ভাষায় কথা বললে অনুব্রত মণ্ডলকে একজন আধিকারিক অনুরোধ জানান, ‘থোড়া হিন্দি মে বলিয়ে’। ওই ইডি আধিকারিকের এমন অনুরোধ শুনে অনুব্রত মণ্ডল উত্তর দেন, ‘হিন্দি আমি জানি না। মেঠো রাজনীতি করেছি তাই যা বলার বাংলাতেই বলব। আমি হিন্দি জানি না হিন্দি বুঝিও না।’

Advertisements

এছাড়াও অনুব্রত মণ্ডল জানিয়েছেন তিনি লিখতে জানেন না, কেবলমাত্র সইটুকু করতে জানেন। এই ঘটনায় আরও ফ্যাসাদে পড়েছেন ইডি আধিকারিকরা। নিয়ম অনুযায়ী ইডি আধিকারিকরা বয়ান রেকর্ড করেন ৫০ পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী। যে আইনে বলা রয়েছে, অভিযুক্ত অথবা সাক্ষীকে নিজেই নিজের বয়ান লিখে দিতে হয়। প্রশ্ন করেন আধিকারিকরা আর উত্তর লিখতে হয় নিজেকেই। এমনকি এই গোটা প্রক্রিয়ার ভিডিও রেকর্ড করা হয়।

সেই মতো যখন অনুব্রত মণ্ডলকে লিখতে বলা হয় সেই সময় অনুব্রত মণ্ডল জানান, ‘আমি লিখতে পারি না স্যার। শুধু নাম সই করতে পারি।’ এমন পরিস্থিতির পর আধিকারিকদের মধ্যে একটি আলোচনা হয় এবং তারপর ডাকা হয় নিরপেক্ষ একজন সাক্ষীকে। যিনি অনুব্রত মণ্ডল যে সকল উত্তর দিচ্ছেন সেই সকল উত্তর লেখা হচ্ছে এবং তা পড়ে অনুব্রত মণ্ডলকে শোনানো হচ্ছে। সব ঠিক আছে এমনটা জানালেই সই করানো হচ্ছে অনুব্রত মণ্ডলকে দিয়ে।

Advertisements