রাজ্য সরকারের নতুন প্রকল্প! এবার ঘরের দুয়ারেই মিলবে তাজা মাছ

Antara Nag

Published on:

Advertisements

এবার থেকে শুরু হল ‘দুয়ারে মাছ’ (Duyare Mach) প্রকল্প। দুয়ারে দুয়ারে জ‍্যান্ত মাছ পাবেন গ্রাহকরা। রুই, কাতলা, মৃগেল, শোল, বাটা, শিঙি, মাগুর-সহ সমস্ত রকম মাছই একেবারে জ‍্যান্ত অবস্থায় পৌঁছে যাবে ঘরে ঘরে। গ্রাহকদের সামনেই ওজন করে, কেটে পরিস্কার করে হাতে তুলে দেওয়া হবে মাছ। মাছ জ‍্যান্ত রাখার জন্য বিশেষ গাড়ি‌র ব‍্যবস্থা করা হয়েছে রাজ‍্য সরকারের পক্ষ থেকে। বাজার দর থেকে অনেক কম দামে সম্পূর্ণ তাজা মাছ পাবেন গ্রাহকরা। আর এই সব মাছ সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হচ্ছে।

Advertisements

সম্প্রতি জলপাইগুড়ি‌র তথা উত্তর‌বঙ্গে এমন প্রকল্প (Duyare Mach) শুরু হয়েছে। যা আগে কখনো হয়নি বলে জানা গিয়েছে। মৎস্য দফতরের উদ‍্যোগে দেওয়া চার চাকার ভ্রাম্যমাণ গাড়ি‌ থেকে এই তাজা মাছ সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেছেন জেলাশাসক।

Advertisements

জলপাইগুড়ি‌র জেলাশাসক মৌমিতা গোদারা জানান, মৎস্য দফতরের পক্ষ থেকে এই বিশেষ উদ‍্যোগ নেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বাসিন্দা মৎস‍্যচাষি কেয়া রায়ের মাধ্যমে প্রথম শুরু হয়েছে এই প্রকল্প (Duyare Mach)। প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘জীবন্ত মাছের ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র’।

Advertisements

জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলা মৎস্য দফতরের বক্তব্য এই ধরনের উদ্যোগ কেবল জলপাইগুড়ি জেলা নয়, রাজ্যে প্রথম। সম্প্রতি জলপাইগুড়ি জেলা শাসকের দফতর থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে জেলা মৎস্য দফতরের পক্ষ থেকে জলের ট্যাঙ্ক যুক্ত ওই ভ্রাম্যমান গাড়ি তুলে দেওয়া হয় মৎস্য চাষির হাতে। শুধু তাই নয় একই সঙ্গে মাছ রাখার আইস বক্স সমেত তিনটি মোটর সাইকেল এবং একটি টোটো তুলে দেওয়া হয় মৎস্য চাষিদের হাতে।

দফতর সূত্রে জানা গিয়েছে প্রথম প্রথম মৎস্য চাষি বা মৎস্য বিক্রেতাদের বেশ অসুবিধায় পড়তে হয়েছিল। তারপর তাদের আবেদনের ভিত্তিতেই এই প্রকল্পের আওতায় টোটো, গাড়ি সব কিছু দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাই মৎস্য দফতরের সাহায্যে এবার একেবারে জ্যান্ত মাছ গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া খুব সহজ হয়ে উঠেছে। অন্য জেলার মানুষ আশা করছেন এবার এই জেলার মত অন্য জেলাতেও এই প্রকল্প যেনো তাড়াতাড়ি শুরু হয়ে যায়।

Advertisements