গানটির অস্কার (oscars) পাবার প্রবল সম্ভাবনা প্রথম থেকেই ছিল। এবার তা বাস্তবে রূপ নিল। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (academy awards) এসএস রাজামৌলীর (SS Rajamouli) আরআরআর (RRR) সিনেমা তার নিজের ছাপ রেখেই গেল। এই সিনেমার গান ‘নাটু নাটু’ (naatu naatu) সেরা মৌলিক গানের (Original Song) বিভাগে অস্কার জয় করে নিল।
এই ঐতিহাসিক জয়ের কারণে গোটা ভারত (India) গর্ব অনুভব করছে। আরআরআর-এর এই ‘নাটু নাটু’ গান মুক্তির পর থেকেই দারুণ ভাবে হিট হয়। এর আগেও এই গান গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জয় করেছে আর এখন অস্কার জয়, সব মিলিয়ে আরআরআর (RRR) এখন সফলতার তুঙ্গে রয়েছে।
এই গানের নেপথ্যে যিনি সুর দিয়েছেন সেই এম এম কীরাবানী অস্কারের মঞ্চে গান গাইতে গাইতে নিজের বক্তব্য সকলের সামনে তুলে ধরেন। তিনি প্রথমেই সকলকে ধন্যবাদ জানান। কীরাবানী তাঁর এই গানকে অস্কারের মঞ্চ পর্যন্ত নিয়ে আসার জন্য সকলের কাছে তিনি কৃতজ্ঞ বলে জানিয়েছেন। তিনি যখন কথা বলছিলেন তখন তাঁর চোখে-মুখে আনন্দ ঝরে পড়ছিল। শুধু তাই নয়, অস্কারের মঞ্চে গায়ক কাল ভৈরব ও হালু সিপলিগঞ্জ ‘নাটু নাটু’ গানে লাইভ পারফরমেন্স করেন। এ বছরের অস্কার ইভেন্ট হয় আমেরিকার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে।
অস্কারের মঞ্চে ইতিহাস গড়েছে ‘নাটু নাটু’ (Naatu Naatu) গানটি। ২০০৯ সালে স্লামডগ মিলিয়নিয়ার ছবির জয় হো গানের জন্য অস্কার জিতেছিলেন এআর রহমান। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে অরিজিন্যাল সং (Original Song) হিসেবে পুরস্কৃত হয়েছে ‘নাটু নাটু’। এই প্রথমবার তেলুগু ভাষার কোনও গান অস্কারে মনোনয়ন পেল এবং জিতল। কিন্তু, যে ‘নাটু নাটু’ নিয়ে এত হইচই, জানেন কি সেই গানের অর্থ? আন্তর্জাতিক এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমএম কিরাবাণী বলেন, নাটু শব্দের অর্থ নিজস্ব, নিজস্বতা। তিনি আরও বলেন, গানের বোলের মাধ্যমে বোঝানো হয়েছে, যা আমি করি তা একেবারে আমার।
নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এই গানের সংগীত পরিচালক বলেন, নাটু শব্দের মাধ্যমে নিজের জিনিস, নিজের সংস্কৃতির কথা বোঝানো হয়েছে। এর অর্থ নিজের। তবে নাটু নাটু গানের লেখক চন্দ্র বোস কিন্তু ‘নাটু নাটু’ গানের ভিন্ন অর্থ বলেছেন। তাঁর মতে, নাটু শব্দের অর্থ মেঠো এবং দেশীয়। চন্দ্র বোসের কথায়, তার ছেলেবেলার স্মৃতিকে ‘নাটু নাটু’ গানের বোলে ফুটিয়ে তুলেছেন তিনি। তাই লেখার সময় খুব দ্রুত এই গান লিখে ফেলেছিলেন তিনি।