নিজস্ব প্রতিবেদন : একে অপরের সঙ্গে ফোনে কথা বলার সময় আমরা অনেকেই কল রেকর্ডিং করে থাকি। কল রেকর্ডিং করার ক্ষেত্রে বিভিন্ন অ্যাপ রয়েছে। তবে ২০২০ সালের পর থেকে google কল রেকর্ডিং করার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করে। মূলত বিধি নিষেধের কারণে কড়াকড়ি পদক্ষেপ নেয় google।
কল রেকর্ডিং করার ক্ষেত্রে গুগলের যে কড়াকড়ি পদক্ষেপ রয়েছে তাতে যখনই কল রেকর্ডিং করা হয় তখন ‘This Call is now being recorded’ এই ওয়ার্নিং দেওয়া হয়। অর্থাৎ বুঝিয়ে দেওয়া হয় আপনার কল রেকর্ড করা হচ্ছে। কারণ অনুমতি না নিয়ে কল রেকর্ড করার ক্ষেত্রে যার কল রেকর্ড করা হচ্ছে তিনি যেন বুঝতে পারেন।
তবে কেউ যদি চান এই ধরনের ওয়ার্নিং যে অ্যানাউন্সমেন্ট করা হয় তা বন্ধ করতে পারবেন। বন্ধ করার ক্ষেত্রে আলাদা করে একটি অ্যাপ ইনস্টল করতে হবে এবং আরও কতকগুলি পদ্ধতি পর পর মেনে চলতে হবে। সঠিকভাবে পদ্ধতি মেনে চললে এই ধরনের অ্যানাউন্সমেন্ট সহজেই বন্ধ করা যাবে।
এই ধরনের অ্যানাউন্সমেন্ট বন্ধ করার জন্য প্রথমেই TTSLexx নামের একটি থার্ড পার্টি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে।
অ্যাপটি ইন্সটল হয়ে যাওয়ার পর ফোনের সেটিংসে Text To Speech সার্চ করতে হবে। সেখানে মাত্র একটি সেটিংস পরিবর্তন করা দরকার।
সেখানে preferred ইঞ্জিনে ক্লিক করে speech services by google এর পরিবর্তে বেছে নিতে হবে TTSLexx।
এরপর সেখান থেকে বেরিয়ে যেতে হবে এবং ফোনের যে ডায়ালার রয়েছে, সেটিকের লং প্রেস করে App Info তে যেতে হবে। এরপর Storage অপশন সিলেক্ট করে Clear Data করে নিতে হবে। যাতে করে কোন কন্টাক্ট নম্বর হারিয়ে না যায় তার জন্য আগে থেকে একটি ব্যাকআপ নিয়ে রাখা দরকার।
এই সমস্ত প্রক্রিয়া হয়ে যাওয়ার পর নতুন করে যেকোনো একটি নম্বরে ডায়াল করতে হবে। সেক্ষেত্রে প্রথমবার ওয়ার্নিং মেসেজ শোনালেও পরবর্তী কলগুলিতে আর ওয়ার্নিং মেসেজ শোনাবে না।