ফাঁস হল নওশাদকে প্রকাশ্যে ধাক্কা মারা ব্যক্তির পরিচয়, উনি একজন তৃণমূল নেতা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রাপ্য DA আদায়ের জন্য চাকুরীজীবীদের যে আন্দোলন চলছে, সেই আন্দোলন মঞ্চে শনিবার যোগদান ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddiqui)। তিনি আন্দোলনকারীদের সঙ্গে প্রতিকি অনশনে বসে আন্দোলনকে সমর্থন জানান। তবে এই মঞ্চে ঘটে যায় বিপত্তি।

Advertisements

মেডিকেল চেকআপ করার পর যখন নওশাদ সিদ্দিকী মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন সেই সময় হঠাৎ দর্শকাসন থেকে এক আগন্তকের আগমন ঘটে। তিনি নওশাদ সিদ্দিকীর সামনে পৌঁছে যান এবং প্রশ্ন করেন, ‘আপনি সংখ্যালঘুদের জন্য কী করছেন?’ নওশাদ সিদ্দিকী ওই ব্যক্তির কড়া প্রশ্নের উত্তর দিতে শুরু করতে না করতেই হঠাৎ প্রশ্ন করা ওই ব্যক্তি তাকে ধাক্কা দেন, শুধু ধাক্কা বললে ভুল হবে, রীতিমতো চড়াও হন।

Advertisements

এরপর মঞ্চে উপস্থিত আন্দোলনকারীরা ওই ব্যক্তির উপর পাল্টা চড়াও হতে গেলে নওশাদ সিদ্দিকী তাদের থামান। নওশাদ সিদ্দিকীর উপর চড়াও হওয়া ওই ব্যক্তি কে, সেই পরিচয় এবার ফাঁস হল। ওই ব্যক্তি একজন তৃণমূল নেতা। শুধু নেতা বললে ভুল হবে, ওই ব্যক্তি তৃণমূলের টিকিটে জয়ী হওয়া একজন পঞ্চায়েত সদস্য।

Advertisements

বিধায়ক নওশাদ সিদ্দিকী এমন দাবি করার পর ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয় এবং নওশাদ সিদ্দিকী জানিয়েছেন, ‘আমরা জানতে পেরেছি ওই ব্যক্তি তৃণমূলের কোনও পঞ্চায়েতের সদস্য। আশা করব পুলিশি তদন্তে সত্য উদঘাটন হবে। আমি এখানে আবার আসব। এটা আমাদের হকের লড়াই। কিন্তু, পুলিশকে এখানের আন্দোলনকারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।’

নওশাদ সিদ্দিককে ধাক্কা মারা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে পুলিশ সূত্রে যা জানা গিয়েছে তা হল, ওই ব্যক্তির নাম আব্দুল সালাম। তার বয়স ৩৫ বছর। তিনি হাওড়ার ডোমজুড়ের পশ্চিমপাড়ার বাসিন্দা। এলাকায় ওই যুবক তোতা নামে পরিচিত। ওই যুবক তৃণমূল নেতা রাজিব বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এর পাশাপাশি ওই যুবক ভোটের সময় সমাজবিরোধী মত কাজ করেন বলেও জানা যাচ্ছে। যদিও তৃণমূল ঘনিষ্ঠতা বা তৃণমূলের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে অস্বীকার করা হয়েছে তৃণমূল নেতাদের তরফ থেকে।

Advertisements