নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের ৫০ লক্ষের বেশি মানুষ ভারতীয় রেলের (Indian Railways) উপর নির্ভর করে যাতায়াত করেন। যে কারণে ভারতীয় রেল গণপরিবহনের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে। চাহিদা এবং গুরুত্বের কথা মাথায় রেখে রেলের তরফ থেকেও যাত্রীদের ভালো পরিষেবা দেওয়ার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হয় ভারতীয় রেলের এমন প্রচেষ্টার ফল হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।
ভারতীয় রেলের স্বপ্ন বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই দেশের বিভিন্ন রুটে পরিষেবা দেওয়া শুরু করেছে। আগামী বছরের মধ্যে অন্ততপক্ষে ২০০টি বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন রুটে চলাচল করবে এমনটাই জানা যাচ্ছে রেল সূত্রে। অন্যদিকে রেল সূত্রে জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি হাওড়া থেকে নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পথ চলা শুরু করবে।
আপাতত পশ্চিমবঙ্গে একটি বন্দে ভারত এক্সপ্রেস বুধবার বাদে প্রতিদিন পরিষেবা দিয়ে আসছে। পশ্চিমবঙ্গের একটিমাত্র বন্দে ভারত এক্সপ্রেস প্রতিদিন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া যাতায়াত করে। সেই জায়গায় রাজ্যে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস শীঘ্র চলাচল শুরু করবে বলে জানা যাচ্ছে।
হাওড়া থেকে নয়া দিল্লী রুটে গত কয়েক বছর ধরেই ট্রেনের গতিবেগ বৃদ্ধি করার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং ট্রেনের গতিবেগ যাতে ঘণ্টায় ১৬০ কিলোমিটারে পৌঁছে যায় তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই কাজ সম্পূর্ণ হলে হাওড়া বারাণসীর মধ্যেও ট্রেনের গতিবেগ ঘন্টায় ১৫০ কিলোমিটার বা তার বেশি করা হবে। আর এই রুটেই এবার নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা গ্রহণ করছে রেল।
এই রুটে ট্রেন চলাচল শুরু হলে হাওড়া থেকে বারাণসীর দূরত্ব ৭৫০ কিলোমিটার রাস্তা মাত্র ৬ ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে বলে জানা যাচ্ছে। যদিও পরিকাঠামগত দিক দিয়ে এত গতিতে ট্রেন চালানো নিয়ে নানান প্রশ্ন থেকে যায়। তবে সেই সকল প্রশ্নকে দূরে সরিয়েই উপযুক্ত পরিকাঠামো তৈরি করে ভারতীয় রেল এই রুটটিতে বন্দে ভারত চালু করবে।