নিজস্ব প্রতিবেদন : গত বছর রাখি পূর্ণিমার দিন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) হাতে হাতকড়া পরান সিবিআই আধিকারিকরা। গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরপর এখন তার ঠাঁই হয়েছে তিহার জেলে (Tihar Jail)।
অনুব্রত মণ্ডল যেদিন গ্রেপ্তার হয়েছিলেন সেই দিন তার বাড়ির দরজায় কড়া নাড়তে দেখা গিয়েছিল অবলা একটি গরুকে। যে ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় এবং বিজেপি নেতাদের তরফ থেকে এই বিষয়টিকে নিয়ে কটাক্ষ করা হয়। অনুব্রত মণ্ডলের পর এবার একই ঘটনা ঘটলো সুকন্যা মণ্ডল (Sukanya Mondal) গ্রেপ্তার হওয়ার পরই।
বুধবার সন্ধ্যাবেলায় ইডি আধিকারিকরা অনুব্রত মন্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করে। দিল্লিতে যখন সুকন্যা মণ্ডল ইডি আধিকারিকদের হাতে গ্রেপ্তার ঠিক সেই সময় অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়ির সামনে মহানন্দে ঘুরে বেড়াতে দেখা গেল এক গরু বাছুরকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন ভাইরাল।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আপলোড করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra) এবং তিনি দাবি করেছেন গতকাল অনুব্রত মন্ডলের মেয়ে সুকন্যা মন্ডল গ্রেপ্তার হওয়ার পরই অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়ির সামনে এমন দৃশ্য ধরা পড়ে। এই ভিডিওটি আপলোড করার পাশাপাশি তিনি বিষয়টি নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি।
তিনি লিখেছেন, “ক্ষমতার চূড়ায় থাকাকালীন যে বাড়ি ঘেরা থাকতো অসংখ্য পুলিশ দিয়ে, লেগে থাকতো মানুষের ভিড়, গতকাল কন্যা গ্রেফতার হওয়ার পর সেই বাড়ির সামনের ছবি….
…বীরভূমের গোমাতারা নিশ্চিন্তে বিচরণ করছে !!! তাই, “খেলা হবে”, “ভয়ংকর খেলা হবে” ইত্যাদি প্রলাপ বকা নির্বুদ্ধিতার পরিচয়-বাহক… …”আসল খেলা” তো “সময়” খেলবে, ঠিক বুঝিয়ে দেবে – “কর্ম যেমন করবেন, ফল তেমনই ভোগ করতে হবে”… – কথাটি দলমত নির্বিশেষে সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, ইতিহাস তার সাক্ষী !!!”