নিজস্ব প্রতিবেদন : সোমবার হঠাৎ খবরের শিরোনামে উঠে আসেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। যদিও তিনি বিজেপির টিকিটের জিতে বর্তমানে তৃণমূলে রয়েছেন। যেদিন হঠাৎ তিনি খবরের শিরোনামে উঠে আসেন মূলত তার বাড়ি, অফিস সহ বিভিন্ন জায়গায় আয়কর হানা দেওয়ার পরিপ্রেক্ষিতে। আয়কর হানা দেওয়ার পর সবার মধ্যেই প্রশ্ন জাগছে কত টাকার মালিক বিধায়ক কৃষ্ণ কল্যাণী? আর্থিক তছরুপের ঘটনায় অথবা আয়কর ফাঁকি দেওয়ার ক্ষেত্রে তিনি কোথাও জড়িত রয়েছেন কিনা!
বিধায়ক কৃষ্ণ কল্যাণী কত টাকার মালিক এবং তার কোথায় কোথায় কত পরিমাণ সম্পত্তি রয়েছে সেই খতিয়ান আমাদের হাতে এসে পৌঁছেছে। বিধায়ক কৃষ্ণ কল্যাণী আয়কর দপ্তরে নিজের আয়ের বিষয়ে যে হিসাব দিয়েছেন তা থেকে জানা যাচ্ছে, ২০১৯-২০ অর্থবর্ষে তার আয় ছিল ১ কোটি ৬ লক্ষ ৫ হাজার ৬২০ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে তার আয় ছিল ১ কোটি ৬ লক্ষ ৬৯ হাজার ৫৪০ টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে তার আয় ছিল ৯৪ লক্ষ ৯৫ হাজার ৭১৩ টাকা। ২০১৬-১৭ অর্থবর্ষে তার আয় ছিল ৭২ লক্ষ ৭৮ হাজার ২২৮ টাকা। ২০১৫-১৬ অর্থবর্ষে তার আয় ছিল ৪৫ লক্ষ ২০ হাজার ৫৫৩ টাকা।
বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় কেবল হাতেই ছিল ৭ লক্ষ ২১ হাজার ৬৬৫ টাকা। অ্যাক্সিস ব্যাঙ্কের একটি অ্যাকাউন্টে ২০২১ সালে ছিল ১ লক্ষ ২৪ হাজার ৬৬৬ টাকা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কে ছিল ২৪২৫৬ টাকা। এছাড়াও এফডি, আরডি এবং অন্যান্য সেভিংস মিলিয়ে ২০২১ সালে মোট অর্থের পরিমাণ ছিল ১৮ লক্ষ ১৫ হাজার ১১ টাকা।
শেয়ার মার্কেট সহ অন্যান্য ক্ষেত্রে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর মোট বিনিয়োগের পরিমাণ ২০২১ সালে ছিল ২ কোটি ৯৬ লক্ষ ১৪ হাজার ৭৭৪ টাকা। তার যে সকল ব্যবসা রয়েছে সেই সকল ব্যবসায় কোটি কোটি টাকা বিনিয়োগ রয়েছে এবং সঙ্গে রয়েছে লোনও। লোনের পরিমাণ ২০২১ সালে ছিল ১৬ লক্ষ ৯৬ হাজার ১২৩ টাকা। বিধায়কের কাছে একটি লাইসেন্স প্রাপ্ত বন্দুক রয়েছে। এই সমস্ত হিসেব অনুযায়ী তার ২০২১ সালে ছিল ৩ কোটি ৩৮ লক্ষ ৭০ হাজার ৬০০ টাকা।
এর পাশাপাশি বিধায়কের বিভিন্ন জায়গায় জমি জমা রয়েছে এবং সেই সকল জমি জমার ২০২১ সালের হিসাব অনুযায়ী বাজার মূল্য ছিল ৭৪ লক্ষ টাকা। বিধায়কের বারাণসীতেও সম্পত্তি রয়েছে। বাড়িঘর মিলিয়ে তার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ২০২১ সালের বাজারদর অনুযায়ী ছিল ৯৯ লক্ষ টাকা। তার মোট লোনের পরিমাণ ২০২১ সালে ছিল ৮৮ লক্ষ ৫৭ হাজার ৮০০ টাকা।
এই বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে শুধুমাত্র বিধায়কের নিজের। এর পাশাপাশি বিপুল সম্পত্তি রয়েছে তার স্ত্রীও। বিধায়ক কৃষ্ণ কল্যাণী নিজেই তার এই বিপুল পরিমাণ সম্পত্তির হিসাব-নিকেশ দিয়েছেন যখন তিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হন। তবে বর্তমানে তার সম্পত্তি বেড়েছে নাকি কমেছে তা জানা যায়নি।