এই অসহ্য গরমে মন চাইছে শুধু পাহাড় যেতে। তার উপর ফেসবুকে বন্ধুদের পাহাড় ভ্রমণের (Travel) ছবি দেখে মন আর ঘরে থাকতে চাইছে না। ভাবলে কি আর ঘুরতে যাওয়া সম্ভব? ঘুরতে যাওয়া মানে অনেক ঝামেলা পোহানো যেমন, ডেস্টিনেশন ঠিক করা, টিকিট কাটা, হোটেল বুকিং সব রকম ব্যবস্থা করে তবে বাড়ির বাইরে পা রাখা উচিত। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লেই তো আর ঘোরা হলো না, সবার আগে মাথায় রাখতে হবে বাজেটের কথাটা। ওজন বুঝে তবেই ভোজন করতে হয়। যদিও উত্তরবঙ্গের বহু গ্রামে ঘুরতে গেলে বাজেট এখন সাধ্যের মধ্যে। কম খরচে কিভাবে ট্যুরটা প্ল্যান করবেন রইল তার প্রয়োজনীয় টিপস্।
ঘুরতে গেলে গণপরিবহন ব্যবহার করার চেষ্টা করুন এতে আপনার খরচ অনেক কম হবে। নিউ জলপাইগুড়ি স্টেশন, নিউ মল জংশন কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে যদি গাড়ি ভাড়া করেন, তাহলে আপনার পছন্দমত ডেস্টিনেশনে পৌঁছাতে গেলে খরচ যথেষ্ট ব্যয়সাপেক্ষ হবে। পরিবহনের জন্যই আপনার খরচ হয়ে যাবে ৫০০০ টাকারও বেশি, তাই গাড়ি ভাড়া না করে বেছে নিন গণপরিবহন। আপনার খরচ অনেক কম হবে এমনকি স্থানীয় মানুষদের সাথে মেলামেশা করতে পারবেন।
ঘুরতে (Travel) যেতে ইচ্ছা করলেই সব সময় বাজেটের মধ্যে ডেস্টিনেশন পছন্দ করুন। বেড়াতে যেতে গেলে জায়গার অভাব নেই কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে সাধ্যের মধ্যে সুন্দর জায়গা। কালিম্পং, কার্শিয়াং ও দার্জিলিংয়ের এমন অনেক পাহাড়ি গ্রাম আছে যেখানে খুব কম খরচেই ঘোরা যায়। লামাহাটা, তিনচুলে, রামধুরা, মনসং, পেডং, মিরিক, লিংসে, কাফেরগাঁও বহু পাহাড়ি গ্রামে আপনি পেয়ে যাবেন প্রাকৃতিক সৌন্দর্যের মজা তাও আবার কম খরচে। তাই সঠিক ডেস্টিনেশন পছন্দ করা অতি অবশ্যই প্রয়োজনীয়।
ভারতের উত্তর দিকের পাহাড়ি অঞ্চলগুলো যেমন হিমাচল প্রদেশ, উত্তরাখন্ডে কম বাজেটে যদি আপনি ঘুরতে চান তাহলে অবশ্যই বেছে নিতে হবে হোস্টেল। কারণ হোটেলের থেকে হোস্টেল কিংবা হোমস্টে অনেক বেশি সাশ্রয় করে। কিন্তু উত্তরবঙ্গে সেই অর্থে হোস্টেলের সুবিধা নেই। এখানে রয়েছে হোমস্টে। পাহাড়ের কোলে সময় কাটানোর জন্য হোমস্টে আদর্শ জায়গা। এখানে আপনি খাওয়া-দাওয়া পাবেন বাড়ির মতো এবং সাথে আতিথেয়তা আপনার মন ভরিয়ে দেবে। বেশিরভাগ হোমস্টের খরচ থাকা খাওয়া নিয়ে জনপ্রতি ১,২০০ থেকে ২,০০০ টাকা হয়। কিন্তু যাবার আগে অবশ্যই বুক করে নেবেন।
ঘুরতে (Travel) যাওয়ার জন্য সব সময় আপনি বেছে নেবেন অফ সিজন। কারণ যখন সবাই ঘুরতে যাবে সেই সময় ঘুরতে গেলে হোটেল, গাড়ি এমনকি হোমস্টের ভাড়াও অনেক বেড়ে যাবে। এছাড়া হোমস্টে ফাঁকা পাওয়াও বেশ কঠিন হয়। তাই ঘুরতে যাওয়ার জন্য সব সময় অফ সিজনকে বুঝে নেওয়া উচিত। উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় আজকাল বছরের সারা সময়ে পর্যটকদের ভিড় লেগেই থাকে। তাহলে কি করবেন? অবশ্যই বেছে নিন অফবিট ডেস্টিনেশন। যেখানে পর্যটকদের আনাগোনা একটু কম। আপনি সেখানে বেড়াতে গেলে পাবেন প্রাকৃতিক প্রশান্তি। আর আপনার পকেটও রক্ষা পাবে।