Headphone Jack Tips : হেডফোনে কোনও আওয়াজ নেই! চুটকিতে এইভাবে হয়ে যাবে সমাধান

Published on:

Advertisements

Headphone Jack Tips ।। আছে যদি রোমিও থেকে যদি জুলিয়েটকে বাদ দিয়ে দেন? অথবা সিঙ্গারা থেকে আলু? ব্যাপারটা কেমন হবে? একেবারে চরম বিরক্তিকর, তাই না! তেমনি যদি আপনার স্মার্টফোনে হেডফোন কাজ না করে, তাহলে সমান বিরক্তি কাজ করবে আমাদের মধ্যে। তবে এমন পরিস্থিতির স্বীকার তো আমাদের হতে হয়। ফোনকে যত্ন করে রাখলেও, মাঝে মধ্যে এই বিগড়ে যায় ফোনের হেডফোন জ্যাক। তখন আমাদের অতি প্রয়োজনীয় স্মার্টফোন কোথাও গিয়ে যেন অকাজের হয়ে যায়।

Advertisements

বর্তমানে স্মার্টফোন যে শুধুমাত্রই ফোন করা অথবা বিনোদনের জন্য, তা নয়। এই স্মার্টফোন থেকেই আমরা করি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ। গুরুত্বপূর্ণ মেইল পাঠানো, ভিডিও ব্রাউজিং, ভিডিও কল, ইন্টারনেট ব্রাউজিং – সমস্ত কিছুই আমরা স্মার্টফোন থেকে করতে পারি। তাছাড়া করোনা কালের পর থেকে অফিস মিটিং অথবা পড়াশোনা, সমস্ত ক্ষেত্রেই এই ফোন অপরিহার্য হয়ে পড়েছে। আর এই সবকিছুর জন্য স্মার্টফোনের পাশাপাশি আমাদের প্রয়োজন হেডফোনটারও। কিন্তু যদি হঠাৎ করে আপনার ফোনের হেডফোন জ্যাক খারাপ হয়ে যায়? তাহলে কি করবেন?

Advertisements

না, তবে এবার হেডফোন যা খারাপ হলেও খুব চিন্তার বিশেষ কিছু নেই। হাতের কাছেই রয়েছে তার সমাধানের উপায়। এখন জেনে নেওয়া যাক এমন সমস্যার মুখোমুখি হলে কি করবেন। এখনকার বেশিরভাগ স্মার্টফোনেই থাকে ৩.৫ এমএম হেডফোন জ্যাক। যদিও বেশ কিছু দামি ফোনে হেডফোন জ্যাক দেওয়ার বিষয়টি তুলে দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে ভরসা ওয়্যারলেস নেক ব্যান্ড অথবা এয়ার পড। তবে হেডফোন জ্যাক খারাপ হলে কি করবেন, তা জেনে নিন।

Advertisements

প্রথমে আপনাকে আপনার ইয়ারফোন চেক করতে হবে। অনেক সময় এমন হয় যে, ইয়ারফোনটি ঠিক করে কাজ করছে না। আর আপনার মনে হচ্ছে জ্যাকটি বুঝি খারাপ হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে, প্রথমে অন্য ইয়ারফোনগুলি ইন করে পরীক্ষা করুন। যদি তাতেও কাজ না করে, তাহলে বুঝবেন হেডফোন জ্যাকটিই খারাপ।

এমন সমস্যা হলে প্রথমে আপনাকে আপনার হেডফোনটি ঠিক আছে কিনা তা চেক করতে হবে। অনেক সময় জ্যাক ঠিক থাকলেও হেডফোন ঠিকভাবে কাজ করে না। আর আমরা ভাবি ফোনে সমস্যা হয়েছে। তাই প্রথমে অন্য হেডফোন দিয়ে আপনার ফোনের জ্যাক পরীক্ষা করে নিন সেটি ঠিক আছে কিনা। যদি না থাকে, তাহলে নিচের উপায় গুলি করে দেখতে পারেন।

অনেক সময় আমাদের স্মার্টফোনের জ্যাকগুলিতে ময়লা জমে যায়। ধুলোবালি ঢুকে যায়। যার ফলে হেডফোন ইনপুট করলেও জ্যাক এর সঙ্গে ঠিকভাবে কানেক্ট হয় না। যার ফলে এই সমস্যা দেখা দেয়। তাই হেডফোন জ্যাকে ময়লা পরিষ্কার করে দেখতে পারেন। অনেক ক্ষেত্রেই সমস্যা মিটে যায়।

আবার অনেক সময় বৃষ্টি অথবা অন্যান্য কারণে আমাদের ফোন ভিজে যায়। জল ঢুকে যেতে পারে হেডফোন জ্যাকেও। আর এই আদ্রতাজনিত সমস্যার কারণে অনেক সময় হেডফোন জ্যাক ঠিকমতো কাজ করে না। এমন সমস্যা দেখা দিলে জল শুকিয়ে নেওয়ার জন্য হেয়ার ড্রায়ার মিডিয়াম মোডে দিয়ে দূর থেকে ব্যবহার করতে পারেন। তাহলেও হয়ে যেতে পারে সমস্যার সমাধান।

ব্লুটুথও হতে পারে সমস্যার কারণ। যখন ফোনে ব্লুটুথ ব্যবহার করেন, তখন অনেক সময় তা বন্ধ করতে ভুলে যান। এরপরে যখনই হেডফোন জ্যাকে ইয়ারফোন ইন করেন, তাতে কোনও শব্দ হয় না। ফলে আপনাকে অবশ্যই পরীক্ষা করতে হবে যে, ফোনের ব্লুটুথ চালু রয়েছে কি না বা ব্লুটুথ-এ কোনও সমস্যা দেখা দিচ্ছে কি না।

Advertisements