১৪০ টাকা কমে হাওড়া পুরি বন্দে ভারতে সফর, সুযোগ করে দিচ্ছে রেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) দেশীয় প্রযুক্তির অন্যতম নিদর্শন হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এটি এখন দেশের সবচেয়ে উচ্চ গতিসম্পন্ন ট্রেন এবং এই ট্রেনটি বর্তমানে দেশের বিভিন্ন রুটে চালু হচ্ছে। বাংলার বুকে ইতিমধ্যেই একটি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাতায়াত করে। যে ট্রেনটির চাহিদা তুঙ্গে রয়েছে।

Advertisements

বাংলার প্রথম বন্দে ভারতের পর এবার দ্বিতীয় বন্দে ভারত চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা। বাংলার দ্বিতীয় বন্দে ভারতের পাশাপাশি ১৮ মে উদ্বোধন হতে চলা বন্দে ভারতটি হবে উড়িষ্যার প্রথম বন্দে ভারত। এই ট্রেনটি বৃহস্পতিবার বাদে সপ্তাহে ছয় দিন হাওড়া থেকে পুরী এবং পুরী থেকে হাওড়া যাতায়াত করবে।

Advertisements

ট্রেনটি সকাল ৬:১০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে পুরীর উদ্দেশ্যে রওনা দেবে। ৬ ঘন্টা ২৫ মিনিটে ১২:৩৫ নাগাদ পৌঁছে যাবে পুরী। ফেরার পথে দুপুর ১:৫০ মিনিটে ট্রেনটি পুরী থেকে ছাড়বে। ৬ ঘন্টা ৪০ মিনিট সফর করার পরিপ্রেক্ষিতে ট্রেনটি রাত ৮:৩০ মিনিটে হাওড়ায় এসে পৌছাবে। অন্যান্য প্রিমিয়াম ট্রেনের তুলনায় এক ঘন্টা কম সময় নেবে বন্দে ভারত।

Advertisements

এমনিতে বন্দে ভারতে যাতায়াতের জন্য হাওড়া থেকে পুরীর এসি চেয়ারকারের দাম রাখা হয়েছে ১২৬৫ টাকা। অন্যদিকে এক্সিকিউটিভ চেয়ারকারের দাম রাখা হয়েছে ২৪২০ টাকা। সাধারণ যাত্রীদের কাছে এই ভাড়া বেশি মনে হলেও হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের তুলনায় ভাড়া অনেক কম। এছাড়াও নতুন এই ট্রেনটিতে ১৪০ টাকা কমে সফর করার সুযোগ রয়েছে।

যদি কোন যাত্রী ট্রেনটিতে সফল করার ক্ষেত্রে খরচ কমাতে চান সেক্ষেত্রে তাকে টিকিট বুকিং করার সময় খাবার নিলে হবে না। খাবার না নিলে এসি চেয়ারকারের টিকিটের দাম পড়বে ১১৬০ টাকা অর্থাৎ ১০৫ টাকা কম। অন্যদিকে এক্সিকিউটিভ চেয়ারকারের টিকিটের দাম পড়বে ২২৮০ টাকা অর্থাৎ ১৪০ টাকা কম।

Advertisements