Pan Card Correction : নাম, জন্ম তারিখ ভুল! ৭ ক্লিকেই করে নিন প্যান কার্ড সংশোধন

Published on:

Advertisements

Pan Card Correction : এই মুহূর্তে ভারতবর্ষের নাগরিকদের কাছে পরিচয় পত্র হিসেবে যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ আধার কার্ড, তেমনভাবেই অর্থনৈতিকভাবে আপনার পরিচয় বহন করে আপনার প্যান কার্ড। এই মুহূর্তে সরকারি, বেসরকারি সব ক্ষেত্রেই প্যান কার্ডের গুরুত্ব অপরিসীম। ব্যাংকে লোনের জন্য আবেদন করা হোক বা ক্রেডিট কার্ড নিন, অথবা আপনার কাজের জায়গায় আপনার তথ্য ভেরিফিকেশন – সমস্ত কিছু এক নিমিষে বলে দিতে পারে আপনার প্যান কার্ডের দশটি নম্বর।

Advertisements

শুধুমাত্র এই সমস্ত পরিষেবা গুলি নয়, আপনার পাসপোর্ট তৈরি করতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্যান কার্ড স্বাভাবিকভাবেই যদি আপনার প্যান কার্ডে কোনও ছোটখাটো ভুল – ত্রুটি থাকে, তা আপনার জন্য বড় সমস্যার কারণ হতে পারে। তাই দ্রুত সেই ভুল সংশোধন করে নেওয়া প্রয়োজন। যদি আপনার প্যান কার্ডেও কোনও ভুল রয়েছে, তাহলে এবার এই সহজ উপায়ে তা সংশোধন করে নিন।

Advertisements

যদিও প্যান কার্ড সংশোধন করতে আর বিশেষ দৌড়াদৌড়ি করতে হবে না। নিচের উপায় গুলি জেনে রাখলে আপনি ঘরে বসেই প্যান কার্ড সংশোধন করতে পারবেন। যদি আপনার পরিচিতদের মধ্যেও কারোর এই সমস্যা থাকে, তাহলে নীচের উপায় গুলি মেনে করতে পারেন সমাধান। তাতে যেমন ঝামেলার হাত থেকে রেহাই পাবেন, তেমনভাবেই বাঁচবে সময় এবং টাকা।

Advertisements

আসুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতিতে প্যান কার্ড সংশোধন করবেন।

1. প্রথমেই আপনাকে প্যান কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

2. এরপর সেখান থেকে আপনাকে ক্লিক করতে হবে চেঞ্জেস ওর কারেকশন, অর্থাৎ পরিবর্তন বা সংশোধন।

3. এরপর আপনাকে প্যান কার্ড রিপ্রিন্ট অপশনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন : প্যান কার্ড দিয়েই ৫০০০০ টাকা লোন, কিভাবে করবেন আবেদন

4. এবার আপনাকে নিজের রেজিস্টার করা ইমেইল আইডি ও মোবাইল নম্বর দিতে হবে। পরিচয় প্রমাণ করতে আধার কার্ড বা পাসপোর্টের তথ্য দিতে হবে।

5. এবার পেমেন্ট অপশনে যান। টাকা দেওয়ার জন্য ক্রে়ডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই অপশন বেছে নিতে হবে।

6. টাকা পেমেন্ট হয়ে গেলে একটি ফর্ম আসবে, সেই ফর্মে আপনি প্যান কার্ডে কী পরিবর্তন করতে চান, সেই তথ্য পূরণ করুন।

7. এবার সাবমিট করলেই আপনার প্যান কার্ডে ভুল সংশোধন হয়ে যাবে।

Advertisements