নিজস্ব প্রতিবেদন : ২০১৬ সালের ৮ নভেম্বরের নোট বন্দির (Demonetisation) পর ভারতে ফের একবার নোট বদল। ৭ বছরের মধ্যে নতুন করে ভারতে ২০০০ টাকার নোট (2000 rs notes) তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৯ মে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে এমন ঘোষণা করার পর সাধারণ মানুষদের মধ্যে একের পর এক প্রশ্ন মাথাচাড়া দেওয়ার পাশাপাশি সংশয়ের মধ্য দিয়েও দিন কাটাচ্ছেন তারা।
সাধারণ মানুষের সংশয় দূর করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) দেশবাসীকে আশ্বস্ত করতে একাধিক কৌতূহলের উত্তর দিয়েছেন। তবে সেই সকল উত্তর ছাড়াও আরও বেশ কিছু খুঁটিনাটি বিষয় আমজনতার মাথায় ঘোরাফেরা করছে। সেই সকল খুঁটিনাটি বিষয়ের মধ্যে একটি হল, টাকা না বদলে যদি ব্যাঙ্কে জমা দেওয়া হয় তাহলে কী করতে হবে?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ২০০০ টাকার নোট বদল করার ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ২৩ মে ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। নোট পরিবর্তন করার ক্ষেত্রে হাতে অনেক সময় থাকলেও উৎকণ্ঠার শেষ নেই আমজনতার মধ্যে। এছাড়াও আরও যে সকল নিয়ম বলা হয়েছে তার মধ্যে অন্য একটি নিয়ম হলো, একসঙ্গে ২০ হাজার টাকা অর্থাৎ ১০টি ২০০০ টাকার নোট বদল করতে পারবেন নাগরিকরা। কারো কাছে যদি বিপুল পরিমাণ ২০০০ টাকার নোট থাকে তাহলে তাকে ধাপে ধাপে তা পরিবর্তন করাতে হবে।
এক্ষেত্রে কেউ যদি টাকা বদল না করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা জমা করেন তাহলে তাকে কি নিয়ম মেনে চলতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে ২০০০ টাকার নোট পরিবর্তন করা অথবা জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কগুলি তাদের নিজস্ব প্রক্রিয়া এবং নিয়ম অনুসরণ করবে। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ টাকার নোট জমার ক্ষেত্রে কোনও সীমা নেই। শুধু কেওয়াইসি নিয়ম প্রযোজ্য হবে।
নিয়ম অনুযায়ী কোন গ্রাহক যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ টাকার নোট জমা দেন আর তার টাকার পরিমাণ ৫০ হাজার টাকা বা তার বেশি হয় তাহলে তাকে তার জন্য প্যান জমা দিতে হবে।