নিজস্ব প্রতিবেদন : মোদি সরকারের আমলে প্রথম দেশের মানুষ নোটবন্দী দেখে ২০১৬ সালের ৮ নভেম্বর। যেদিন পুরাতন ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট বাতিল করা হয়। নোট বন্দির ৭ বছরের মধ্যে ফের একবার ২০০০ টাকার নোট (2000 rs notes) তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। ২০০০ টাকার নোট তুলে নেওয়ার যে সিদ্ধান্ত ঘোষণা হয়েছে তা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে নানান তর্ক-বিতর্ক।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে সকল নাগরিকদের কাছে এখন ২০০০ টাকার গোলাপী নোট রয়েছে সেগুলি তারা ব্যাংকে জমা দিতে অথবা বদলে নিতে পারবেন। জমা দেওয়া বা বদলে নেওয়ার দিন শুরু হয়েছে ২৩ মে ২০২৩ এবং তা চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘোষণা অনুযায়ী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সকল নোটের বৈধতা থাকছে।
২০০০ টাকার নোট বাতিল নিয়ে যখন সরগরম দেশ সেই সময় আবার নতুন মুদ্রা আনতে চলেছে কেন্দ্র সরকার। ২০০০ টাকার নোট নিয়ে মানুষের দুশ্চিন্তার মাঝেই নতুন মুদ্রা আনার ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ঘোষণায় বলা হয়েছে, আনা হচ্ছে নতুন ৭৫ টাকার কয়েন (75 Rs Coin)। ২৮ মে অর্থাৎ যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন সেই দিন এই নতুন কয়েন প্রকাশ করা হবে।
৭৫ টাকার নতুন কয়েন প্রকাশ করার কারণ হিসেবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর পাশাপাশি স্বাধীনতার ৭৫ বর্ষে পা দিয়েছে দেশ। নতুন এই কয়েনে থাকবেন নানান প্রতীক, যে সকল প্রতীক স্বাধীনতা এবং দেশের ইতিহাসকে তুলে ধরবে।
নতুন ৭৫ টাকার কয়েন কেমন দেখতে হবে তা এখনো স্পষ্ট নয়। কারণ এখনো নতুন এই কয়েনের ছবি সামনে আনে নি সরকার। তবে কয়েনটি গোলাকার হবে এমনই জানা গিয়েছে। এর ব্যাসার্ধ হবে ৪৪ মিলিমিটার। কয়েনের চারদিকে মোট ২০০ টি দাগ কাটা থাকবে। কয়েনের ওজন হবে ৩৫ গ্রাম। ৭৫ টাকার এই বিশেষ কয়েকটি তৈরি করা হয়েছে চারটি ধাতু দিয়ে। যাতে রয়েছে ৫০ শতাংশ রুপো থাকবে, বাকি ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ জিঙ্ক। কয়েনে অশোকস্তম্ভের নিচে লেখা থাকবে সত্যমেব জয়তে। কয়েনের বাম দিকে দেবনগরী ভাষায় লেখা থাকবে ভারত আর ডানদিকে ইংরেজিতে লেখা থাকবে ইন্ডিয়া। মুদ্রার অপর পিঠে থাকবে নতুন সংসদ ভবনের ছবি। যার নিচে দেবনগরী হরফে লেখা থাকবে ‘সংসদ সংকুল’ ও ইংরেজিতে ‘পার্লামেন্ট কমপ্লেক্স’।