Indian Railway Electrification: দিন যতো এগোচ্ছে ততই ভারতীয় রেল মন্ত্রক এর একের পর এক সাফল্য প্রকাশে আসছে। সাধারণ মানুষের সুবিধার্থে রেল নিত্যনতুন প্রকল্পের উদ্বোধন করেন উপহার দিচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হাইপারলুপ্ টেস্ট ট্র্যাকের কথা ঘোষণা করেছেন।
২০২৩ সালের মধ্যে দেশের যাত্রিবাহী ট্রেন শুধু নয়, দূরপাল্লা, পণ্যবাহি, প্যাসেঞ্জার সহ স্বল্পদৈর্ঘ্য সব ধরণের ট্রেন থেকে কার্বন ও অন্য দূষণ সৃষ্টিকারক গ্যাস নিষ্ক্রমণের পরিমাণ কমানো এটাই স্বপ্ন। তাই স্বাভাবিকভাবেই ওই সময়ের মধ্যে দেশের প্রতিটা রেলওয়ে জ়োনে ১০০ শতাংশই ট্রেনকেই বিদ্যুৎচালিত হতে হবে। ট্রেন যদি ডিজ়েলের বদলে বিদ্যুৎ দ্বারা চালিত হয় তা হলে ভারতীয় রেলের এক একটি ট্রেন প্রতি কিলোমিটারে ভালো টাকা সাশ্রয় করতে হবে বলে জানিয়েছেন সংস্থার রোলিং স্টক বিভাগের ইঞ্জিনিয়াররা।
আরও পড়ুন: Soybean Oil Price: মধ্যবিত্তের পকেটে এবার টান পড়বে কম , স্বস্তি দিতে পারে রান্নার তেলের দাম
2019 সালে ভারতীয় রেল এক বহু প্রতীক্ষিত ট্রেন উপহার দেয় যাত্র যাত্রীদের। ভারতে প্রথমবারের মতো বাণিজ্যিক ভাবে সফর শুরু করেছিল বন্দে ভারত এক্সপ্রেস। এখন বিভিন্ন রুটে চলছে। তার ঠিক ছ’বছর পর ২০২৫ সালে দেশের নানান প্রান্তে ১৩৬টি বন্দে ভারত নিয়মিত যাতায়াত করে চলেছে। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতিতে চলার ক্ষমতাসম্পন্ন এই ট্রেন গত ছ’বছরে দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ৪২ হাজার ট্রিপ সম্পূর্ণ করেছে। চাহিদাও বাড়ছে প্রচুর। সেমি–হাইস্পিড এই ট্রেনের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে।
ভারতীয় রেলের ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন, বিদ্যুৎচালিত এই ট্রেন এক কিলোমিটার চলতে মোট ২০ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। ভারতীয় রেল প্রতি ইউনিট বিদ্যুৎ কেনে সাড়ে ছ’টাকায়। সুতরাং বন্দে ভারত, রাজধানী, শতাব্দীর মতো ট্রেন এক কিলোমিটার চালাতে খরচ পড়ে ১৩০ টাকা। অপরদিকে ট্রেনের ইঞ্জিন যদি ডিজ়েলচালিত হয়, তাহলে একটি ট্রেনকে এক কিলোমিটার নিয়ে যেতে অন্তত ৪০০ টাকা খরচ হয়।
ভারতীয় রেলের রোলিং স্টক বিভাগের ইঞ্জিনিয়ারদের মতে, যদি ডিজ়েলের পরিবর্তে দূরপাল্লা ও অন্যান্য ট্রেন বিদ্যুতে চলে তা হলে এক একটি ট্রেন কিলোমিটারে গড়ে অন্তত ৩০০ টাকার মধ্যে বাঁচাতে পারবে রেল। ভারতীয় রেল এখন অর্থ সাশ্রয় এর জন্য এটির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটা জ়োনে সবকটি ট্রেন বিদ্যুৎচালিত হবে।