In all these countries the Indian rupee is as strong as the dollar: ভ্রমণ করতে ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুঁজলেও পাওয়া যাবে না। দেশের বিভিন্ন জায়গা তো আছেই বিদেশ ভ্রমণ করার ইচ্ছাও অনেকের মধ্যে থাকে কিন্তু সেটা বড়ই ঝক্কির। বিদেশ ভ্রমণ করার ইচ্ছা থাকলেও মানুষ পিছিয়ে যায় খরচের কথা ভেবেই। বিদেশে খাবার, গাড়ি ভাড়া, হোটেলের খরচ সব কিছুরই দাম অত্যন্ত বেশি। মনের সুপ্ত বাসনা থাকলেও মধ্যবিত্ত বাঙালি কখনো বিদেশ ভ্রমণের স্বপ্ন দেখতে পারে না। পাসপোর্ট, ভিসা, বিমানের টিকিট, হোটেল বুকিং কিংবা স্থান বিশেষে পর্যটন সংস্থার বুকিং-এর ঝামেলা সামলে নিতে পারলেও টাকাটাই প্রধান বাঁধা। তাহলে সেই সব জায়গায় ভ্রমণের পরিকল্পনা করতে হবে যেখানে খরচ অনেক কম। বিদেশ ভ্রমণের তালিকায় যে দেশগুলি রাখবেন সেখানকার অর্থের মূল্য যেন ভারতীয় মুদ্রার মূল্যের থেকে কম হয়। ভাবছেন ভারতীয় টাকা (Indian Currency) মূল্য আবার বেশি কী করে হয়? এও কি সম্ভব? ডলার বা পাউন্ডের মতো অতটা দামি না হলেও এমন কিছু দেশ আছে যার মুদ্রার মূল্য ভারতীয় টাকার থেকে অনেকটাই কম। বিদেশ ভ্রমণ এখন আর অতটা ব্যয়বহুল নয়। বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হারের তারতম্যের কারণে, কিছু দেশ রয়েছে যেখানে ভারতীয় টাকা (Indian Currency) ডলারের মতো শক্তিশালী। এই দেশগুলিতে, ৩০-৪০ হাজার টাকার মধ্যে আপনি অনায়াসে এক সপ্তাহের মতো বিদেশ ভ্রমণ করতে পারবেন।
১) ইন্দোনেশিয়ায় ভারতীয় মুদ্রার প্রচুর দাম। এই দেশ ভ্রমণের জন্য একটি দারুণ আকর্ষণীয়। ইন্দোনেশিয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটনস্থল হল বালি। যেখানে রয়েছে উবুদ, উলুওয়াতু। এছাড়াও রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মাউন্ট বাতুর, ক্যাঙ্গু বিচ, একাধিক মন্দির, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, জাদুঘর, চকোলেট কারখানা এবং শাড়ির বাজার ইত্যাদি। ঘোরার সুযোগ রয়েছে সুমাত্রা, জাভা। ইন্দোনেশিয়ার টাকাকেও রুপিয়া বলা হয়। এখানে ভারতের এক টাকা মানে ১৮৪.৯৭ রুপিয়া।
২) ভারতীয়দের কম খরচে ঘোরার আরও একটি দেশ হল ভিয়েতনাম। এই দেশটি ভারতীয়দের ভ্রমণের জন্য অন্যতম সেরা স্থান বলে বিবেচিত। ভিয়েতনামে বেড়াতে গিয়ে টাকা পয়সা নিয়ে বেশি ভাবতে হবে না। সেখানে আমাদের দেশের এক টাকা মানে ২৮৮.০১ ভিয়েতনামী ডং। ভিয়েতনামী টাকাকে বলা হয় ডং। ভিয়েতনাম হল দুর্দান্ত ভিয়েতনামি খাবার এবং নদ নদীর জন্য বিখ্যাত।
৩) ভারতীয় নাগরিকদের ঘুরে বেড়ানোর জন্য যে সকল দেশ রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো কম্বোডিয়া। এই দেশটিতে যেমন বিভিন্ন জায়গা রয়েছে ঘুরে বেড়ানোর জন্য আকর্ষণীয়, ঠিক সেই রকমই ভারতীয়দের এখানে খরচ অনেক কম হয়। রয়্যাল প্যালেস পরিদর্শন থেকে শুরু করে জাতীয় জাদুঘর এবং প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, কম্বোডিয়ায় দর্শনীয় স্থান। এখানে ১ ভারতীয় টাকার দাম ৪৯.৯৯ কম্বোডিয়ান রিয়াল।
৪) বছরের বিভিন্ন সময় ভারতের বিভিন্ন জায়গা থেকে শ্রীলঙ্কা ঘুরতে যেতে দেখা যায় নাগরিকদের। এখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক সমস্ত জায়গা ঘুরে দেখার পাশাপাশি খরচ অনেক কম হয়। কারণ এখানে ভারতের এক টাকা সমান শ্রীলঙ্কার ৩.৮৮ শ্রীলঙ্কান রুপি।
৫) এরপর তালিকায় আছে নেপাল। নেপালের মুদ্রা হল নেপালী রুপি। বর্তমানে, ১ ভারতীয় টাকার (Indian Currency) বিনিময় হার প্রায় ১.৬ নেপালী রুপি। অর্থাৎ, নেপাল ভ্রমণও ভারতীয়দের জন্য অনেকটাই সস্তা। নেপাল একটি পর্যটকপ্রিয় দেশ, যেখানে হিমালয় পর্বতমালা, ঐতিহাসিক স্থান এবং তীর্থস্থানগুলির দেখা মেলে।
এর পাশাপাশি রয়েছে প্যারাগুয়ে যেখানে ভারতের এক টাকা সমান ৮৭.৬৮ প্যারাগুয়ের গুয়ারানি, রয়েছে হাঙ্গেরি, যেখানে ভারতের এক টাকা সমান ৪.২৯ হাঙ্গেরিয়ান ফরিন্ট। এমনকি ভারতের মুদ্রা জাপানেও বেশ শক্তিশালী। ভারতের এক টাকায় জাপানে পাওয়া যায় ১.৭৬ জাপানি ইয়েন।