The cable bill is decreasing in the interest of the people: সম্প্রতি দেশের জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে চলেছে, যার ফলে নাজেহাল হয়ে উঠেছে সাধারণ মধ্যবিত্ত মানুষের জীবন। সাধারণ মানুষের জীবনে এই মূল্যবৃদ্ধির প্রভাব দেখা গেছে প্রত্যক্ষভাবে। কিন্তু তার মধ্যেই দেখা গেছে আশার আলো। সম্প্রতি রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় কমেছে ২০০ টাকা। এবার মধ্যবিত্তের সান্ধ্য বিনোদনের খরচও খানিকটা কমতে চলছে। অর্থাৎ মূল্যবৃদ্ধির আবহে কেবলের বিল খুব শীঘ্রই সস্তা হতে চলেছে। তথ্য অনুযায়ী জানা যায় যে, এবার কেবল বিলের খরচ আগামী সময়ে অনেকটাই হ্রাস পেতে পারে। যার ফলে টিভি দেখার খরচ আগের তুলনায় সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে (Television Bill)।
ডিজিটাল টেলিভিশন (ডিটিএইচ) অপারেটরদের লাইসেন্স ফি ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে বন্ধ করা উচিত বলে সুপারিশ করেছে ভারতীয় টেলিকম রেগুলেটরি অথরিটি (ট্রাই)। এর ফলে আগামী তিন বছরের মধ্যে কেবল বিল (Television Bill) উল্লেখযোগ্য হারে কমতে পারে। উলেখ্য, বর্তমানে ডিটিএইচ অপারেটরদের লাইসেন্স ফি অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (AGR)-এর ৮ শতাংশ।
ট্রাই-এর সুপারিশ অনুযায়ী, লাইসেন্স ফি ২০২৩-২৪ অর্থবর্ষ থেকে ১ শতাংশ করা উচিত। এরপর ২০২৪-২৫ অর্থবর্ষ থেকে ৩ শতাংশ এবং ২০২৫-২৬ অর্থবর্ষ থেকে বন্ধ করা উচিত। ট্রাই-এর সুপারিশের কারণ হল, ডিটিএইচ সেক্টর বিগত কয়েক বছর ধরে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। ডিডি ফ্রি ডিশ, প্রসার ভারতীয় বিনামূল্যের ডিটিএইচ প্ল্যাটফর্ম এবং ওটিটি প্ল্যাটফর্মের কারণে ডিটিএইচ অপারেটরদের গ্রাহক সংখ্যা ক্রমশ কমছে।
২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত, চারটি পে DTH প্ল্যাটফর্মের সক্রিয় গ্রাহক সংখ্যা ছিল ৬৫.২৫ মিলিয়ন। লাইসেন্স ফি বন্ধ করার ফলে ডিটিএইচ অপারেটররা তাদের খরচ কমাতে পারবে (Television Bill) এবং গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় প্যাকেজ অফার করতে পারবে। এর ফলে টিভি দেখার খরচ কমবে। সেই সাথে বাড়বে গ্রাহক সংখ্যাও।
ট্রাই-এর সুপারিশকে স্বাগত জানিয়েছেন ডিটিএইচ অপারেটররা। তারা বলছেন, লাইসেন্স ফি বন্ধ করার ফলে তারা আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারবে এবং গ্রাহকদের জন্য আরও ভাল পরিষেবা প্রদান করতে পারবে। সরকার ট্রাই-এর সুপারিশটি গ্রহণ করলে টিভি দেখার খরচ উল্লেখযোগ্য হারে কমবে (Television Bill)। এর ফলে সাধারণ মানুষের সাশ্রয় হবে। এখন সেটি আদৌ কার্যকর হয় কিনা সেটাই দেখার।