Earn lakhs of rupees by investing only 10 thousand rupees: বর্তমানে বহু মানুষ চাকরির পাশাপাশি ব্যবসার প্রতি আগ্রহী হচ্ছে। অল্প বিনিয়োগ করে সবাই প্রতি মাসে চাইছে একটা ভালো অংকের উপার্জন। সেই জন্য ব্যবসা শুরু করার আগে ভালো করে দেখে নিতে হবে কোন ব্যবসায় অল্প পুঁজি লাগে এবং লাভ থাকে বেশি। আজকের প্রতিবেদনে সেরকমই একটি ব্যবসার কথা (Business Ideas) আলোচনা করা হলো। এই ধরনের ব্যবসা করলে অবশ্যই প্রতি মাসে মোটা অংকের টাকা উপার্জন করা যাবে।
মাশরুম একটি পুষ্টিকর এবং সুস্বাদু খাবার। এটিতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, এবং খনিজ উপাদান রয়েছে। মাশরুম বাজারে অত্যন্ত দামি একটি জিনিস হিসাবে বিক্রি হয়। তাই মাশরুম চাষ একটি লাভজনক ব্যবসা (Business Ideas)। এক কেজি মাশরুমের উৎপাদন খরচ প্রায় ২৫-৩০ টাকা। বাজারে মাশরুমের দাম প্রতি কেজি ২০০-৩০০ টাকা। তাহলে লাভ থাকছে ১৭০ থেকে ২৭০ টাকা। বিহারের বেশ কিছু পরিবার মাশরুম চাষে যুক্ত রয়েছে। তাঁদের ভাগ্য রীতিমতো বদলে গিয়েছে। মাশরুম বিক্রি করে তারা বছরে লাখ লাখ টাকা আয় করছেন। বলা যেতে পারে মাশরুম চাষ একটি লাভজনক এবং সম্ভাবনাময় ব্যবসা।
বিভিন্ন ধরনের মাশরুম সম্পর্কে আলোচনা করা হলো। মাতসুতাকে মাশরুম হল একটি জাপানি মাশরুম যা তার সুস্বাদু স্বাদের জন্য পরিচিত। এটি একটি ছোট, গোলাকার মাশরুম যা সাদা বা হালকা বাদামী রঙের। মাতসুতাকে মাশরুম সাধারণত ঝোপঝাড় বা গাছের গোড়ায় পাওয়া যায়। মাতসুতাকে মাশরুম একটি পুষ্টিকর খাবার। এটিতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, এবং খনিজ উপাদান রয়েছে। মাতসুতাকে মাশরুম সাধারণত স্যুপ, স্টু, এবং সালাদ তৈরিতে ব্যবহৃত হয়। এটি রান্না করা ছাড়াও কাঁচা খাওয়া যেতে পারে। এই ধরনের মাশরুম চাষ করলে (Business Ideas) আপনি সহজেই প্রতি মাসে ভালো টাকা উপার্জন করতে পারবেন।
ইউরোপিয়ান হোয়াইট ট্রাফল মাশরুম হল সবচেয়ে দামি মাশরুমগুলির মধ্যে একটি। ইউরোপিয়ান হোয়াইট ট্রাফল মাশরুম সাধারণত ৪ থেকে ৭ ইঞ্চি ব্যাস পর্যন্ত হয়। এটি একটি গোলাকার বা ডিম্বাকৃতি আকার ধারণ করে। ইউরোপিয়ান হোয়াইট ট্রাফল মাশরুম সাধারণত ইতালির উত্তরে পাওয়া যায়। এটি ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় বৃদ্ধি পায়। ইউরোপিয়ান হোয়াইট ট্রাফল মাশরুম সাধারণত শরৎকালে সংগ্রহ করা হয়।
কালো ট্রাফল মাশরুম হল একটি সুস্বাদু এবং ব্যয়বহুল মাশরুম। কালো ট্রাফল মাশরুম সাধারণত ১ থেকে ৩ ইঞ্চি ব্যাস পর্যন্ত হয়। এটি একটি গোলাকার বা ডিম্বাকৃতি আকার ধারণ করে। কালো ট্রাফল মাশরুম সাধারণত ইতালির উত্তরে পাওয়া যায়। এটি ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় বৃদ্ধি পায়। এছাড়া, চ্যান্টেরেল মাশরুমও একটি সুস্বাদু এবং পুষ্টিকর মাশরুম। এটি তার সুগন্ধি এবং স্বাদের জন্য পরিচিত। এটি একটি গোলাকার বা হৃদপিণ্ডের আকার ধারণ করে। চ্যান্টেরেল মাশরুম সাধারণত ইউরোপ, এশিয়া, এবং উত্তর আমেরিকায় পাওয়া যায়। বিশ্বের যে কোন রেস্টুরেন্টে এইসব দামি মাশরুম ব্যবহার করা হয়, সেই কারণে মাশরুম চাষ (Business Ideas) অল্প পুঁজিতে ভালো উপার্জন এনে দিতে পারে।