ইন্ডিয়া আর ভারতের পার্থক্য কি? বুঝিয়ে দিলেন ইয়ং লালু প্রসাদ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের নাম বদলে যাবে! গত কয়েকদিন ধরে এমনই জল্পনা শুরু হয়েছে দেশজুড়ে। কেন্দ্রের তরফ থেকে বিশেষ যে অধিবেশন রাখা হয়েছে সেই অধিবেশনেই নাকি এমন নাম বদলের বিল পেশ করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। অনুমান করার পাশাপাশি এই নিয়ে বিস্ফোরক সব দাবি তুলতেও দেখা যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের। এমন জল্পনা শুরু হয় মূলত G20 সম্মেলন ঘিরে রাষ্ট্রপতি দেশের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে যে আমন্ত্রণপত্র পাঠান তা থেকেই।

Advertisements

রাষ্ট্রপতি যে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন তাতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ (President Of India) এর পরিবর্তে লেখা রয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ (President Of Bharat)। এরপরই দেশের নাম ইন্ডিয়া থেকে পাকাপাকিভাবে ভারত রাখা হবে এমনই জল্পনা দানা বাঁধছে রাজনৈতিক মহল থেকে শুরু করে দেশের মানুষদের মধ্যে। অন্যদিকে আবার বিরোধী রাজনৈতিক দলগুলির নেতাদের তরফ থেকে দাবি তোলা হচ্ছে, তারা তাদের জোটের নাম I.N.D.I.A. রেখেছেন বলেই কেন্দ্র ভারতের নাম থেকে INDIA শব্দটি তুলে ফেলে দিতে চাইছে।

Advertisements

বর্তমানে দেশের নাম কেউ ইন্ডিয়া আবার কেউ ভারত বলে থাকেন। মূলত হিন্দি, বাংলা সহ অন্যান্য বেশকিছু ভাষায় দেশের নাম ভারত উচ্চারণ করা হয়। তবে ইংরেজিতে বলা হয়ে থাকে ইন্ডিয়া। আর এই ভারত এবং ইন্ডিয়ার মধ্যে কি তফাৎ রয়েছে তার আগেই বোঝাতে দেখা গিয়েছিল লালু প্রসাদ যাদবকে (Lalu Prasad Yadav)। যে সময় লালুপ্রসাদ যাদব ছিলেন একেবারে ইয়ং মানুষ। তিনি বুঝিয়ে দিয়েছিলেন ইন্ডিয়া এবং ভারতের ফারাক কোথায়।

Advertisements

সম্প্রতি যখন দেশজুড়ে ভারত না ইন্ডিয়া এই নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা, তর্কবিতর্ক, ঠিক সেই সময় লালু প্রসাদ যাদবের সেই আগের ভিডিওটি হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ল। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, লালু প্রসাদ যাদব নিম কাঠ দিয়ে দাঁত মাজছেন আর এক সাংবাদিককে একান্তে সাক্ষাৎকার দিচ্ছেন। ওই সাক্ষাৎকারেই তিনি বুঝিয়ে দেন ইন্ডিয়া এবং ভারতের মধ্যে পার্থক্য কোথায় রয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, লালু প্রসাদ যাদবকে নিম কাঠি দিয়ে দাঁত মাজতে দেখে সাংবাদিক প্রশ্ন করেন, আপনি তাহলে কখনো ব্রাশ ব্যবহার করেননি? এর উত্তরে লালু প্রসাদ যাদব জানান, ‘কখনো কখনো করি’। এর সঙ্গে সঙ্গেই তিনি বলেন, ‘দিল্লিতে (নিম কাঠ) পাওয়া যায় না’। এরপরেই তিনি বলেন, ‘দিল্লি তো ইন্ডিয়া আর পাটনা হল ভারত। ভারতে এইসব (নিম) পাওয়া যায়।’ মোটের উপর লালুপ্রসাদ যাদব নিজের পাটনাকেই প্রাণের জায়গা মনে করেছেন এবং যে কারণে সেটিকে ভারত বলেছেন। আর দিল্লীতে যেহেতু ব্রাশ করার জন্য পছন্দমত নিম পান না, তাই সেটি তার কাছে অপছন্দের জায়গা এবং ইন্ডিয়া হয়ে দাঁড়িয়েছিল!

Advertisements