নিজস্ব প্রতিবেদন : বছরের প্রতিটি মরশুমে পর্যটন কেন্দ্র হিসেবে সবচেয়ে বেশি ভিড় যেখানে দেখা যায় তা হল উত্তরবঙ্গ (North Bengal)। উত্তরবঙ্গের দার্জিলিং (Darjeeling), ডুয়ার্স (Dooars) সহ বিভিন্ন জায়গায় বছরের প্রায় প্রতি সময়ই বিপুল সংখ্যক পর্যটকদের আগমন ঘটে। আবার যদি কোন উৎসবের মরসুমের কথা বলা হয় তাহলে রীতিমত ক্রাইসিস শুরু হয়ে যায়। ঠিকঠাক না পাওয়া যায় বাস, ট্রেন, ঠিকঠাক না পাওয়া যায় হোটেল।
আসলে এই মুহূর্তগুলিতে বিপুল সংখ্যক পর্যটক আগাম ট্যুর প্ল্যান করে রাখার কারণে এমন ঘটনা ঘটে। ইতিমধ্যেই এই বছর পূজোর সময় প্রায় সব ট্রেনের টিকিট শেষ হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে বহু পর্যটক রয়েছেন যারা উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকলেও টিকিট না পেয়ে তাদের প্ল্যান বদলাচ্ছেন। তবে এমন মুহূর্তেই মসিহা হয়ে হাজির উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC)। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে এবার উত্তরবঙ্গ যাওয়ার জন্য বাড়তি বাস চালানোর পরিকল্পনা গ্রহণ করা হলো।
ইতিমধ্যেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে পুজোর সময় উত্তরবঙ্গে পর্যটকদের ভিড়ের কথা মাথায় রেখে নানান পরিষেবা চালু করার ঘোষণা করেছে। আর সেই সকল ঘোষণার মধ্যেই একটি হল কলকাতা থেকে শিলিগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারগামী বাসের সংখ্যা বৃদ্ধি করা। ঠিক কি কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে?
ট্রেনের টিকিট না পেলেও যাতে পর্যটকরা কলকাতা থেকে উত্তরবঙ্গ যেতে পারেন তার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে ১০টি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে সাতটি বাস চালানো হতো। এখন আরও তিনটি বাস বাড়তি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়তি তিনটি বাস চালানোর পাশাপাশি ট্যাক্সির ধাঁচে ছোট ছোট বাসের শাটল পরিষেবা দেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে।
উত্তরবঙ্গ ভ্রমণের জন্য যাতে পর্যটকদের কোনো রকম অসুবিধা না হয় তার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে আরও একাধিক প্যাকেজ ঘোষণাও করা হয়েছে। মূলত তাদের তরফ থেকে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এমন নানান ধরনের পরিষেবা প্রদান করা হবে বলে জানা যাচ্ছে। আর এই সকল পরিষেবার সুবিধা পেতে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর অথবা অনলাইনে বুকিং করতে হবে।