নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকরা ভারতীয় রেলের (Indian Railways) উপর অতটাই নির্ভরশীল হয়ে পড়েছেন যে রেল পরিষেবা হয়ে উঠেছে গণপরিবহনের মেরুদন্ড। প্রতিদিন রেলের উপর নির্ভর করে দেশের প্রায় এক কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। রেলের তরফ থেকেও যাত্রী চাহিদার কথা মাথায় রেখে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন চালু এবং ট্র্যাক বসানোর চেষ্টা চালানো হচ্ছে।
রেলের তরফ থেকে এ যাবত যে সকল প্রচেষ্টা চালানো হয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রচেষ্টা হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। দেশীয় প্রযুক্তির এই ট্রেনটির ২৫টি ইতিমধ্যেই দেশের ৫০টি রুটে যাতায়াত করছে। তবে এই ট্রেনের টিকিট এতটাই মূল্যবান যে তা সাধারণ নাগরিকদের ধরা ছোঁয়ার বাইরে। এমন পরিস্থিতিতে রেল বন্দে সাধারণ ট্রেন (Vande Sadharon Train) আনার চিন্তাভাবনা শুরু করে।
বন্দে সাধারণ ট্রেন নিয়ে প্রতিদিনই সাধারণ যাত্রীদের মধ্যে কৌতূহল বাড়ছে। কবে এই ট্রেন চালু হবে তা নিয়ে উৎসাহ কম নেই। আর সেই উৎসাহের এবার অবসান ঘটালো রেল। এই ট্রেন কবে চালু হবে, তা নিয়ে রেলের এক আধিকারিক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। আর সেই তথ্য থেকেই মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ট্রেন লঞ্চ হয়ে যাবে। শুধু মনে করা হচ্ছে এমন নয়, এর পাশাপাশি আনুমানিক একটি দিন তারিখের সন্ধান পাওয়া গিয়েছে।
আইসিএফ এর জেনারেল ম্যানেজার বি জি মাল্য শনিবার যে তথ্য পেশ তা থেকে জানা যাচ্ছে, বন্দে সাধারণ ট্রেনগুলি হবে ইসি বিহীন। ট্রেনে থাকবে মোট ২২টি কোচ। ট্রেনগুলি হবে পুশ পুল সিস্টেমের। এর পাশাপাশি এই ট্রেনগুলি কবে চালু হবে তা নিয়েও তিনি আভাস দিয়েছেন। আর সেই আভাস হল ভারতের যেকোনো সাধারণ নাগরিকদের কাছে অত্যন্ত সুখবর।
বি জি মাল্য যা জানিয়েছেন তা হল, এই ট্রেন অর্থাৎ বন্দে সাধারণ ট্রেন লঞ্চ হতে পারে ৩১ অক্টোবর। ৩১ অক্টোবরের আগে ১৫ অক্টোবর ট্রেনটির ইন্টারনাল লঞ্চ করা হবে। নতুন যে বন্ধে সাধারণ ট্রেন আসছে সেই ট্রেনের ভাড়া অনেক কম হবে। ভাড়া কম হওয়ার পরিপ্রেক্ষিতেই এসি থাকছে না। তবে এসি না থাকলেও অন্যান্য আরও একাধিক সুবিধা থাকবে বন্দে ভারতের মতো বলেও সূত্র মারফৎ জানা যাচ্ছে।