Viral Video of Train: ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের মহিলা কামরায় সাপ! তারপর যা ঘটল…

Prosun Kanti Das

Published on:

Advertisements

The incident of snake entering the women’s compartment of a local train has gone viral on social media: সাধারণ মানুষের কাছে গণপরিবহনের মধ্যে লোকাল ট্রেন হচ্ছে অন্যতম একটি মাধ্যম। মুম্বাইয়ের লাইফ লাইন বলা হয় লোকাল ট্রেনকে। সোশ্যাল মিডিয়ার দৌলতে মুম্বাইয়ের লোকাল ট্রেনের নানা রকম ভিডিও প্রায়ই চোখে পড়ে। কখনো দেখা যায় যাত্রীরা বসবার জায়গা নিয়ে গন্ডগোল করছে আবার কখনও বাড়ি ফেরার পথে একসঙ্গে গান গেয়ে জীবনের সুখ দুঃখ ভাগ করে নিয়েছে। সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে(Viral Video of Train)।

Advertisements

মুম্বই লোকাল ট্রেনে এবার ছড়িয়ে পড়লো সাপ নিয়ে আতঙ্ক। ট্রেনের মধ্যে সৃষ্টি হয়েছিল চূড়ান্ত ভয়ের পরিবেশ। যাত্রীরা অত্যাধিক ভয় পেয়ে গেছিল কামড়াতে সাপ ওঠার জন্য। বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে এগিয়ে আসতে হয়। এই ঘটনাটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে গোটা সোশ্যাল মিডিয়াতে(Viral Video of Train)।

Advertisements

ভিড় ঠাসা লোকাল ট্রেনে মহিলাদের কামড়ায় সাপটি উঠে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে দেয়। প্রচন্ড ভিড় ট্রেনে একজন মহিলা হঠাৎ সাপ সাপ বলে চিৎকার করতে থাকে। আর যেই না সাপ বলা, কামড়াতে মুহূর্তের মধ্যে তীব্র গন্ডগোলের সৃষ্টি হয়। সব মহিলারাই নিজেদের আসন ছেড়ে এগিয়ে আসে দরজার দিকে। ভাগ্যক্রমে ট্রেনটি তখন তার গতি সামান্য কমিয়েছিল। কারণ, পরবর্তী স্টেশনটি কাছেই ছিল। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ভাইরাল হয়েছে (Viral Video of Train)।

Advertisements

বহু মহিলা পরের স্টপেজ আসার সঙ্গে সঙ্গেই ট্রেন থেকে নেমে যান। বিষয়টি সম্পর্কে পুলিশকে অবগত করা হলে তারা নিজেদের হাতে তুলে নেয় ব্যাপারটি। বহু যাত্রী ট্রেনে উঠবেন বলে দাঁড়িয়ে ছিলেন কিন্তু বিশৃঙ্খলার কারণে তারা ট্রেনে উঠতে পারছিলেন না। ঠিক সেই সময় একজন পুলিশ এসে বলে কামড়াতে কোনরকম সাপ নেই। এই নিয়ে মজাদার মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা।

ভাইরাল এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে @aamchi_mumbai নামক একটি অ্যাকাউন্ট থেকে (Viral Video of Train)। নেটিজ়েনদের মধ্যে একজন মজার ছলে বলে, ভিড়ে ঠাসা ট্রেনে পিঁপড়ে ঢোকার জায়গা থাকে না, সেখানে সাপ এসে মহিলাদের জায়গা দখল করেছিল। অন্য আরেকজন মন্তব্য করেন যে, যিনি বসার জায়গা নিয়ে লড়াই করছিলেন তেমনি এক মহিলা এই কান্ডটি ঘটান। ভেবেছিলেন সাপ-সাপ বলে চিৎকার করলেই হয়তো সকলে আসন ছেড়ে দেবে।

Advertisements