নিজস্ব প্রতিবেদন : সুরক্ষা, নিরাপত্তা সহ বিভিন্ন কারণে ব্যাংকিং পরিষেবায় বছরের বিভিন্ন সময় নানান পরিবর্তন আনা হয়। ঠিক সেই রকমই ডেবিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে একটি নিয়মে পরিবর্তন আনা হয়েছে এবং সেই পরিবর্তন অনুযায়ী ৩১ অক্টোবরের মধ্যে একটি কাজ সেরে নিতে হবে। হাতে সময় কম, আর এই অল্প সময়ের মধ্যে এই কাজটি না করলে বন্ধ হয়ে যাবে ডেবিট কার্ড (Debit Card)। এটিএম থেকে টাকা তোলা অথবা অন্য কোন কাজে ব্যবহার করা যাবে না এই ডেবিট কার্ড।
নতুন নিয়ম অনুসারে ৩১ অক্টোবরের মধ্যে এমন কাজটি সেরে ফেলতে হবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (BOI) গ্রাহকদের। দেশের এই সরকারি ব্যাংকটির গ্রাহক সংখ্যা কয়েক কোটি। সুতরাং এই বিপুলসংখ্যক গ্রাহকের উপর প্রভাব পড়ার আগেই প্রয়োজনীয় কাজটি সম্পর্কে জেনে নেওয়া দরকার। কেননা এই কাজ না করলে ডেবিট কার্ড মারফত সমস্ত আর্থিক লেনদেন বন্ধ হয়ে যাবে ডেবিট কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ফলে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জরুরী কাজ প্রসঙ্গে টুইট করে জানিয়েছে, নিয়ন্ত্রক নির্দেশিকা অনুযায়ী প্রতিটি গ্রাহককে তাদের ডেবিট কার্ডের সঙ্গে নিজেদের মোবাইল নম্বর রেজিস্টার্ড করতে হবে। এই কাজটি করা না হলে ডেবিট কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। জরুরী এই কাজটি সেরে ফেলার জন্য সময় রয়েছে ৩১ অক্টোবর পর্যন্ত। সুতরাং যে সকল গ্রাহকরা এখনো জরুরী এই কাজটি করেননি তাদের অবিলম্বে ব্যাংকের শাখায় গিয়ে জরুরী কাজটি সেরে ফেলতে হবে।
এক্ষেত্রে মোবাইল নম্বর রেজিস্ট্রেশন অনলাইন এবং এটিএম কাউন্টার থেকে হয়ে থাকে। অনলাইন এবং এটিএম কাউন্টার থেকে মোবাইল নম্বর রেজিস্ট্রেশনের কাজ করে নিতে পারলে আর ব্যাংকের শাখায় যেতে হবে না। তবে যদি অনলাইন অথবা এটিএম কাউন্টার থেকে রেজিস্ট্রেশনের কাজ সম্ভব না হয় তাহলে তাদের ব্যাংকের শাখায় গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।
IMPORTANT NOTICE pic.twitter.com/eCpkonO9KQ
— Bank of India (@BankofIndia_IN) October 3, 2023
মূলত গ্রাহকদের সুরক্ষার কারণেই এই নিয়ম জারি করা হয়েছে। সেইমত গ্রাহকদের নির্দিষ্ট সময়ের মধ্যে জরুরী এই কাজটি সেরে ফেলতে হবে। এখনো পর্যন্ত যে সকল গ্রাহকরা এই জরুরী কাজটি করেননি তাদের অবিলম্বে তা করে নেওয়া দরকার। কারণ অক্টোবর মাসে আবার উৎসবের মরশুমের কারণে একগুচ্ছ ছুটি রয়েছে। তাই ঝামেলা এড়াতে অবিলম্বে জরুরী কাজটি সেরে ফেলা দরকার।