নিজস্ব প্রতিবেদন : সোনা (Gold) হল এমন একটি ধাতু যার দাম এখন আকাশছোঁয়া। গত কয়েক বছরে সোনার দাম হু হু করে বাড়তে দেখা গিয়েছে ভারতীয় বাজারে। ভারতে যে পরিমাণ সোনার চাহিদা রয়েছে তার সামান্যটুকু দেশের ভূগর্ভ অর্থাৎ খনি (Gold Mine) থেকে পাওয়া যায়। বাকি সবটাই আমদানি করা হয়ে থাকে। এসবের কারণেই ভারতে সোনার দাম অনেক বেশি।
ভারতে যে সকল সোনার খনি রয়েছে সেই সকল সোনার খনির দিকে তাকালে দেখা যাবে সব সোনার খনি সরকারের। কিন্তু কোথাও কোন বেসরকারি অর্থাৎ ব্যক্তিগত সোনার খনি নেই। তবে এবার এই সরকারের ভরসার দিন শেষ হয়ে ভারতে চালু হতে চলেছে একটি বেসরকারি সোনার খনি। বেসরকারি এই সোনার খনিটি ভারতের প্রথম বেসরকারি বড় সোনার খনি হতে চলেছে।
ভারতের মাটিতে প্রথম বেসরকারি সোনার বড় খনি চালু করতে চলা সংস্থাটি হলো ডেকান গোল্ড মাইনস লিমিটেড। এটি ভারতের প্রথম এবং একমাত্র বিএসইতে তালিকাভুক্ত সোনা অনুসন্ধানকারী সংস্থা। জিওর সোর্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড এই সংস্থার ৪০ শতাংশ শেয়ার রয়েছে। এবার এই সংস্থা দেশের প্রথম বেসরকারি সোনার খনি গড়তে চলেছে।
সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ভারতের প্রথম এই ব্যক্তিগত সোনার খনি পূর্ণাঙ্গ রূপ পাবে। এই ব্যক্তিগত সোনার খনি তৈরি করা হচ্ছে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায়। ইতিমধ্যেই এখানে পাইলট স্কেলে অপারেশন শুরু হয়ে গিয়েছে। ভারতের বিভিন্ন কোনায় অনেক সোনার খনি থাকলেও এই সোনার খনিটি আলাদা তাৎপর্য বহন করছে মূলত দেশের প্রথম বেসরকারি সোনার খনি হিসেবে।
ডেকান গোল্ড মাইনস limited সূত্রে জানা গিয়েছে, দেশের প্রথম যে বেসরকারি সোনার খনি অন্ধ্রপ্রদেশে তৈরি হচ্ছে সেখান থেকে আগামী বছর পূর্ণাঙ্গ মাত্রায় সোনা উত্তোলনের কাজ শুরু হয়ে যাবে। তবে পূর্ণাঙ্গ মাত্রায় এই কাজ শুরু হতে হতে আগামী বছর প্রায় শেষের দিক চলে আসবে। পূর্ণাঙ্গ মাত্রায় কাজ শুরু হলে এই সোনার খনি থেকে প্রতিবছর অন্ততপক্ষে ৭৫০ গ্রাম সোনা উত্তোলন করা সম্ভব হবে।