চাকরির অভাবের দিন শেষ! লক্ষ লক্ষ পুলিশ, নার্স নিয়োগ করছে রাজ্য

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে চাকরি নেই! বেকার যুবক-যুবতীরা চাকরির জন্য হন্যে হয়ে এক জায়গা থেকে অন্য জায়গা ঘুরে বেড়াচ্ছেন! এমন অভিযোগ বারংবার তুলতে দেখা যায় রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের। শুধু রাজনৈতিক দলের নেতা নেত্রীরা নন, পাশাপাশি সাধারণ মানুষেরাও বারবার এমন অভিযোগ তোলেন। তবে এবার পুজোর আগে এই সমস্ত অভিযোগ এক নিমিষে মিটিয়ে ফেলতে দারুণ এক পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট।

Advertisements

নতুন যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে খুব তাড়াতাড়ি রাজ্যে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীদের (Job) নিয়োগ করা হবে। যে সকল পদে নিয়োগ করা হবে তার মধ্যে রয়েছে পুলিশ, নার্স ডাক্তার ইত্যাদি। নতুন করে নিয়োগের জন্য বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাজ্য মন্ত্রিসভার একটি বৈঠক হয় এবং সেখানে নিয়োগের বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী দিনে মোট নিয়োগ হবে প্রায় ১ লক্ষ ২৫ হাজার কর্মী।

Advertisements

নিয়োগের বিষয়ে যে সবুজ সংকেত দেওয়া হয়েছে তাতে প্রায় ১২ হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়েই সুযোগ পাবেন। মন্ত্রিসভার বৈঠকের পর জানানো হয়েছে, প্রায় ১২ হাজার পুলিশ কর্মীর মধ্যে ৮৪০০ জন পুরুষ কনস্টেবল নিয়োগ করা হবে এবং ৩৬০০ জন মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। রাজ্য পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই সকল পুলিশ কর্মীদের নিয়োগ করা হবে।

Advertisements

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, পুলিশ, ডাক্তার, নার্স সবমিলিয়ে প্রায় ১ লক্ষ ২৫ হাজার নিয়োগ করা হবে। সেই প্রতিশ্রুতি পূরণের জন্য এবার রাজ্য মন্ত্রিসভা ধাপে ধাপে এগোচ্ছে এবং সেই ধাপে ধাপে এগোনোর পরিপ্রেক্ষিতে আপাতত পুলিশ কর্মী নিয়োগের বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি বাকি সব ক্ষেত্রেও নিয়োগ হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে বিপুলসংখ্যক পুলিশ কর্মী নিয়োগের বিষয়ে সবুজ সংকেত দিলেও ঠিক কবে থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা এখনো স্পষ্ট করে জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে মন্ত্রিসভার সবুজ সংকেত মিলতেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের কাজ শুরু করে দেবে এবং পুজোর পরেই হয়তো নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি বের হতে পারে। কেননা সামনেই রয়েছে লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচন। তার আগে এই নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করে দেওয়া হবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।

Advertisements