Smartphone charging tips: জানেন, যতক্ষণ খুশি ফোন চার্জে বসিয়ে রাখার ফল হতে পারে করুণ

Prosun Kanti Das

Published on:

Advertisements

According to charging tips what is happened when Smartphone over charged: খাবার ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না তেমনি ফোনের খাবার হলো চার্জ, সেটা ছাড়া ফোন অচল। কিন্তু তাই বলে ১০০ শতাংশ চার্জ দেওয়ার পর ফোন চার্জে বসিয়ে রাখা কি ঠিক? আমরা রুটিন করে প্রতিদিন ফোন চার্জে বসাই কিন্তু অনেক সময় চার্জ থেকে খুলতে ভুলে যাই। এতে অজান্তেই আমরা নিজেদের ফোনের ক্ষতি ডেকে আনছি না তো (Smartphone charging tips)? জেনে নিন এর ফলে ফোনের কি কি ক্ষতি হতে পারে?

Advertisements

ফোনের ব্যাটারি সম্পর্কে জানতে গেলে আগে জানতে হবে লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পর্কে। বর্তমানে প্রত্যেকটি স্মার্টফোনে এই ধরনের ব্যাটারি ব্যবহৃত হয় এবং চার একটি নির্দিষ্ট পরিমাণ চার্জিং সাইকেল রয়েছে। একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে, ফোনের একবার চার্জ সম্পূর্ণ হয়ে গেলে তার চার্জিং সাইকেল কমতে থাকে অর্থাৎ ফোনের ব্যাটারির স্বাস্থ্য এবং আয়ু দুই কমতে থাকে।এমন কি ধীরে ধীরে কমে যায় ফোনের ব্যাকআপ।

Advertisements

আপনি যদি ১০০% চার্জ হওয়ার পরও ফোন চার্জারের সাথে সংযুক্ত রাখেন একদিনে হয়তো আপনার ফোনের কোন ক্ষতি হবে না। কিন্তু দিনের পর দিন এই অভ্যাস চালু রাখলে কমে যেতে পারে ব্যাটারির আয়ু। ক্রমাগত যদি ফোনটি চার্জারের সাথে সংযুক্ত থাকে তাহলে ফোনটি অনবরত চার্য হতে থাকবে। এতে ব্যাটারির যেমন ক্ষতি হবে তেমনি ব্যাটারিটি গরম হয়ে যাবে। তাহলে ফোন কখনোই দীর্ঘক্ষণের জন্য চার্জে বসিয়ে রাখা যাবে না (Smartphone charging tips)।

Advertisements

১০০ শতাংশ চার্জ হবার পর অবশ্যই ফোনটি চার্জ থেকে খুলে ফেলুন (Smartphone charging tips)। এছাড়া চাইলে আপনি স্মার্ট প্লাগ ব্যবহার করতে পারেন। যদি ঘরে স্মার্ট প্লাগ না থাকে সেক্ষেত্রে চার্জে বসানোর সময় লো পাওয়ার মোড অন করে রাখুন। সঠিক সময়ে যার যার খুলে না নিলে আপনার বিদ্যুতের বিল বেশি আসার সম্ভাবনা থেকে যায়।

তাহলে আসল কথা হল ১০০% চার্জ হয়ে যাবার পর কখনোই ফোনটি চার্জার এর সাথে সংযুক্ত করে রাখা ঠিক নয়। এতে আপনার ব্যাটারি ধীরে ধীরে খারাপ হয়ে যাবে এবং বিদ্যুতের বিল বেশি আসার সম্ভাবনাও থেকে যায়। চার্জ দেবার সময় ছোটখাটো বিষয়গুলো মাথায় রাখলে আপনার ফোনের ব্যাটারি অনেকদিন পর্যন্ত দীর্ঘস্থায়ী থাকবে (Smartphone charging tips)।

Advertisements