নিজস্ব প্রতিবেদন : নিজেদের সঞ্চয় করা অর্থ থেকে বেশি সুদ পেতে চান না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। যে কারণেই অধিকাংশ বিনিয়োগকারী সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখার পাশাপাশি বেশি সুদ পেতে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে থাকেন। এবার এই সকল বিনিয়োগকারী যারা নিজেদের সঞ্চিত অর্থের ওপর বেশি সুদ পেতে চান তাদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) নিয়ে এলো সেভিংস প্লাস। নতুন এই সেভিংস প্লাস অ্যাকাউন্ট সম্পর্কে না জানলে রীতিমতো লস করতে হবে বিনিয়োগকারীদের।
সেভিংস প্লাস অ্যাকাউন্ট কি তা আমরা আপনাদের অবশ্যই জানাবো, তবে তার আগে আরও কতকগুলি জিনিস জানিয়ে রাখা দরকার। মূলত বিনিয়োগকারীরা তাদের কষ্টার্জিত টাকা পয়সা সঞ্চয়ের জন্য ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খোলেন। সেখানে টাকা রাখার বদলে ব্যাংকের তরফ থেকে কিছু পরিমাণ সুদ দেওয়া হয়। কিন্তু বেশি সুদ পাওয়ার জন্য বিনিয়োগকারীরা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে থাকেন।
ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার ক্ষেত্রে নানান ধরনের সময়সীমা থাকে। সেক্ষেত্রে সেই সময়সীমা পূরণ করার পরই বিনিয়োগকারীরা ব্যাংকের তরফ থেকে ঘোষণা করা সুদ পান। এক্ষেত্রে যদি কেউ আগে টাকা তুলে নেন তাহলে তার লোকসান হয়। এমন সব সমস্যা থেকে দূর করতেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এসেছে সেভিংস প্লাস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে বিনিয়োগকারীরা কোনরকম ঝঞ্ঝাট ছাড়াই সব দিক দিয়ে উপকৃত হবেন এবং বেশি সুদ পাওয়ার সুযোগ পাবেন।
সেভিংস প্লাস অ্যাকাউন্ট এমন একটি অ্যাকাউন্ট, যেটি খোলার সময় অটো সুইপের ব্যবস্থা থাকবে। এর পাশাপাশি এই অ্যাকাউন্টের সঙ্গে ব্যালেন্সের একটি নির্দিষ্ট উর্ধ্বসীমা বেঁধে দেওয়া হবে। সেই ঊর্ধ্বসীমার উপরে টাকার অংক গেলেই তার অটোমেটিক এফডি হিসাবে সঞ্চিত হয়ে যাবে। যে পরিমাণ টাকা এফডি হিসাবে সঞ্চিত হবে সেই টাকার উপর সেভিংস অ্যাকাউন্টের তুলনায় অনেক বেশি সুদ দেওয়া হবে। আবার টাকার প্রয়োজন হলে গ্রাহকরা সেখান থেকে টাকা তুলে নিতেও পারবেন। টাকা তুলে নেওয়ার পরিপ্রেক্ষিতে যতদিন এফডি ক্ষেত্রে টাকা ছিল তার সুদ হিসাব করে দিয়ে দেওয়া হবে।
উদাহরণ স্বরূপ বলা যায়, কোন একজন ব্যক্তির সেভিংস ক্লাস অ্যাকাউন্টের ঊর্ধ্বসীমা যদি ৩০ হাজার টাকা থাকে তাহলে ওই ব্যক্তির অ্যাকাউন্টে ৩০০০০ টাকার উপরে যত টাকা থাকবে সেই টাকা এফডি সুদের হিসাব অনুযায়ী ক্যালকুলেশন হবে। এক্ষেত্রে যদি ৩৫ হাজার টাকা থাকে তাহলে ৩০০০০ টাকা সেভিংস অ্যাকাউন্টের জন্য এবং ৫০০০ টাকা এফডি অ্যাকাউন্টের জন্য ধার্য হবে।