স্বপ্নপূরণ জুনিয়র কুমার শানুর! সিনিয়রের সঙ্গে এবার এক মঞ্চে Indian Idol-এ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেখতে হুবহু একই রকম, আবার গানের গলাও একই রকম! বিশ্বে এমন জুড়ি মেলা সত্যিই ভার। বহু ক্ষেত্রেই একই রকম দেখতে হলেও কণ্ঠস্বরে সেই রকম সামঞ্জস্য দেখা যায় না। তবে এই রকমই একজন মানুষের খোঁজ পাওয়া গিয়েছিল বীরভূমের রামপুরহাটে। তিনি হলেন কাজিবর রহমান (Kajibar Rahaman)। যিনি নিজেকে জুনিয়র কুমার শানু (Kumar Sanu) মনে করেন। শুধু মনে করেন তা নয়, সবকিছুতেই সিনিয়রের সঙ্গে তার সামঞ্জস্য লক্ষ্য করা যায়।

Advertisements

বীরভূমের বাসিন্দা কাজিবর রহমান বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে কুমার শানুর বেশে পৌঁছে সেখানে কুমার শানুর গান গেয়ে থাকেন। অনেকেই রয়েছেন যারা আসল আর নকলের মধ্যে তালগোল পাকিয়েও ফেলেন। এই জুনিয়র কুমার শানু অর্থাৎ কারিবর রহমানের দীর্ঘদিনের শখ ছিল সিনিয়ার কুমার শানুর সঙ্গে দেখা করার। অবশেষে তাদের সেই স্বপ্নপূরণ হলো ইন্ডিয়ান আইডল মঞ্চের (Indian Idol-14) দৌলতে। শুধু দুজনের দেখা হল এমন নয়, রীতিমত মঞ্চে তারা একে অপরকে জড়িয়ে ধরেন এবং একসঙ্গে ডুয়েট গলায় গানও গান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই স্বর্ণ মুহুর্তের ভিডিও ভাইরাল হয়েছে।

Advertisements

নকল কুমার শানু বা জুনিয়র কুমার শানুর বয়স আনুমানিক ৪৪। তার বাড়ি রামপুরহাটের কলেজ পাড়ার ১৬ নম্বর ওয়ার্ডে। পেশায় অফিস টাইমে তিনি দলিল লেখক। তবে দলিল লেখক হলেও গানই তার আসল নেশা। প্রথম দিকে তিনি কিশোর কুমারের গান গাইতেন। তবে এলাকার মানুষজন তাকে কুমার শানুর মতো দেখতে হওয়ার কারণে কুমার শানুর গান গাওয়ার পরামর্শ দেন। সেইমতো তিনি এখন কুমার শানুর গান গেয়ে থাকেন এবং সেই গান গেয়ে ভাইরালও হয় সামাজিক মাধ্যমে।

Advertisements

কুমার শানুর মতো গান গাওয়া থেকে শুরু করে অঙ্গভঙ্গি সবকিছুই অবিকল রপ্ত করে ফেলেছেন তিনি। দলিল লেখকের পাশাপাশি তিনি যেমন বাড়িতে গান গেয়ে থাকেন, এমনকি বিভিন্ন স্টেজ শোতে গান গেয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন। তার বক্তব্য ছোট থেকে গান করার ইচ্ছে, তিনি কর্ম ব্যস্ত জীবনে যখনই ফাঁকা সময় পান একটু গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। আর তারপর এই করতে করতে হঠাৎই ভাইরাল হয়ে পড়েন তিনি।

ইন্ডিয়ান আইডল মঞ্চে আসল কুমার শানু নকল কুমার শানুকে দেখে রীতিমত অবাক হয়ে যান। শুধু তিনি না, এর পাশাপাশি ওই মঞ্চে যে সকল বিচারক ও দর্শকরা বসেছিলেন তারাও অবাক হন। আবার যখন তিনি গান গাইতে শুরু করেন তখন বিচারক মন্ডলী থেকে শুরু করে দর্শক মন্ডলী সবাই তো অবাক! এরপরই কুমার শানু বিচারক আসন থেকে উঠে এসে তার সঙ্গে ডুয়েট গাইতে শুরু করেন।

Advertisements