শুধু সমুদ্রে ঝাঁপানো নয়, এবার দিঘায় মিলবে আলাদা আমেজ, সঙ্গে ২০ শতাংশ ছাড়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বছরের যে কোন মরশুমেই সেখানে হাজার হাজার পর্যটকদের ভিড় দেখা যায় তার নাম হলো দীঘা (Digha)। হাতের কাছে থাকা এই সমুদ্র সৈকতে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষজন ছাড়াও রাজ্য দেশ এবং বিদেশ থেকেও বহু মানুষের ভিড় জমে। তবে অধিকাংশ মানুষের কাছেই দীঘা ভ্রমণ মানে সমুদ্রে ঝাঁপানো এমনটাই মনে হয়। যদিও ধীরে ধীরে এই ধারণার পরিবর্তন হচ্ছে। এখন দিঘাকে এমনভাবে সাজিয়ে তোলা হয়েছে যে, সমুদ্রের না ঝাঁপিয়েও বিপুল সময় কাটানো যায় এই সমুদ্র সৈকতে।

Advertisements

ইতিমধ্যেই দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ এবং রাজ্য সরকারের সহযোগিতায় দীঘায় গড়ে উঠেছে নানান ধরনের মনোরঞ্জনের পিঠস্থান। গড়ে উঠেছে নতুন নতুন পার্ক, গড়ে উঠেছে নতুন নতুন সি বিচ সহ কত-কী। এসবের মধ্যেই এবার দীঘায় আরও একটি নতুন ক্ষেত্র গড়ে উঠতে চলেছে, যার ফলে সেখানে বসেও ঘন্টার পর ঘন্টা সময় পেরিয়ে যাবে আর পর্যটকরা কিছু বুঝতেই পারবেন না।

Advertisements

দীঘায় আগামী মহাষষ্ঠীর দিন এমন নতুন মনোরঞ্জনের ক্ষেত্র উদ্বোধন করবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। মনোরঞ্জনের নতুন যে ক্ষেত্রের কথা বলা হচ্ছে সেটি হল কফি হাউস। জেলা প্রশাসনের তরফ থেকে আগেই এই কফি হাউস তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল এবং সেই পরিকল্পনার অনুমোদন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

বহু ইতিহাসের সাক্ষী থাকা কলেজ স্ট্রিটের ইন্ডিয়ান কফি হাউসের দেখা মিলবে এবার দীঘাতে। একেবারে আধুনিক রূপ দিয়ে দীঘায় তৈরি করা হয়েছে এই কফি হাউস। আড়াই হাজার স্কোয়্যার ফিট জায়গার উপর তৈরি করা হয়েছে দিঘার এই কফি হাউস। কফি হাউজটির রূপ দেওয়া হয়েছে জাহাজের আদলে। পুরো কফি হাউস করা হয়েছে বাতানুকূল। এই কফি হাউসে একসঙ্গে ১২০ জন বসে গরম কফিতে চুমুক দিতে পারবেন। এই কফি হাউসটি উদ্বোধন হয়ে যাওয়ার পর দীঘায় আসা পর্যটকরা দীঘার বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানোর পাশাপাশি কফি হাউসে বসে জমজমাটি আড্ডা দিতে পারবেন।

দীঘার এই কফি হাউসে নানান ধরনের কফি ছাড়াও পাওয়া যাবে ফিশ ফিঙ্গার থেকে মটন কবিরাজ, চাইনিজ, তন্দুর, মকটেল ইত্যাদি। এরই সঙ্গে সঙ্গে পাওয়া যাবে মান্না দের প্রিয় পকোড়া এবং ব্ল্যাক কফি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো উদ্বোধনের দিন এই কফি হাউসে সমস্ত ধরনের খাবারের উপর ২০ শতাংশ ছাড় দেওয়া হবে।

Advertisements