কৃষকদের চিন্তা দূর করলেন মোদি, বাড়িয়ে দিলেন গম, ডাল, ছোলা, সর্ষের সহায়ক মূল্য

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কৃষকরা (Farmers) দিনরাত পরিশ্রম করে, নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে সোনার ফসল ফলিয়ে থাকেন। তাদের হাতের যাদুতেই সোনার ফসল ফলে বলেই আমাদের পেটে দুবেলা দুমুঠো অন্ন জোটে। তবে কৃষকরা যেভাবে পরিশ্রম করে ফসল ফলান তার পরিপ্রেক্ষিতে কি তারা ন্যায্য মূল্য পান? এই প্রশ্ন বছরের পর বছর ধরে চলে আসছে। তবে কৃষকদের এমন ক্ষোভের উপশম করার জন্য কেন্দ্র সরকার নানান প্রকল্প চালু করেছে। সেই সকল প্রকল্পের পাশাপাশি এবার কেন্দ্রের (Modi Government) তরফ থেকে গম, ডাল, ছোলা, সর্ষে সহ রবি শস্যের সহায়ক মূল্য বৃদ্ধি করে দিল।

Advertisements

গমের নতুন নূন্যতম সহায়ক মূল্য: ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে গমের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে কুইন্টাল প্রতি করা হয়েছে ২২৭৫ টাকা। গত বছরের তুলনায় এই বছর গমের কুইন্টাল প্রতি ন্যূনতম সহায়ক মূল্য বেড়েছে ১৫০ টাকা।

Advertisements

যবের নতুন নূন্যতম সহায়ক মূল্য: গমের মতোই যবের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। ২০২৪-২৫ অর্থ বর্ষের জন্য যবের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি করা হয়েছে ১৮৫০ টাকা। গতবারের তুলনায় বেড়েছে ১১৫ টাকা।

Advertisements

ছোলা নতুন নূন্যতম সহায়ক মূল্য: রবিশস্য হিসেবে ছোলার ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রের তরফে। ২০২৪-২৫ অর্থ বর্ষের জন্য ছোলার ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করে করা হয়েছে ৫৪৪০ টাকা। গতবারের তুলনায় বৃদ্ধি করা হয়েছে ১০৫ টাকা।

মুসুর ডালের নতুন নূন্যতম সহায়ক মূল্য: মসুর ডালের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি বৃদ্ধি করে করা হয়েছে ৬৪২৫ টাকা। গতবার এই সহায়ক মূল্য ছিল ছয় হাজার টাকা। হিসাব অনুযায়ী এবার সহায়ক মূল্য বেড়েছে ৪২৫ টাকা।

সর্ষের নতুন নূন্যতম সহায়ক মূল্য: সর্ষের সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রের তরফে। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য কেন্দ্রের তরফ থেকে সর্ষের সহায়ক মূল্য করা হয়েছে কুইন্টাল প্রতি ৫ হাজার ৬৫০ টাকা। গতবারের তুলনায় বেড়েছে ২০০ টাকা।

Advertisements