Know about Pakistan Cricket Team Educational Qualification: যেকোনো টিমের ক্রিকেটারদের ভালো পারফরম্যান্স এর পাশাপাশি তাদের শিক্ষাগত যোগ্যতাও অনেকটাই গুরুত্বপূর্ণ। অনেকেই হয়তো জানেন না যে, ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে এমনকি বর্তমান ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন হলেন ইঞ্জিনিয়ার। সেরকমই পাকিস্তানের বর্তমান ক্রিকেট টিমের সদস্যদের (Pakistan Cricket Team) শিক্ষকতা যোগ্যতা কি তা চটজলদি জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদন থেকে।
যদিও শিক্ষাগত যোগ্যতা দিয়ে একজন ভালো ক্রিকেটারকে বিচার করা যায় না, তবুও এই বিষয়টি বরাবরই চর্চিত বিষয়। পাকিস্তান টিমের (Pakistan Cricket Team) অন্যতম ভরসার নাম হল মহম্মদ রিজওয়ান। তিনি কোন স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা করেছেন সেই বিষয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। কিন্তু তিনি সম্প্রতি হার্ভাড বিজনেস স্কুল থেকে সাম্মানিক ডিগ্রি অর্জন করেছেন। এরপরে আলোচনা করা যাক পাকিস্তানের অন্যতম ক্রিকেটার হ্যারিস রউফ এর কথা। ইসলামাবাদের মডেল কলেজ থেকে পড়াশোনা করেছেন। তিনি ফুটবলে নিজের সময় দিলেও, পরে তিনি ক্রিকেটার হয়ে যান।
পাকিস্তান টিমের আরো একটি উল্লেখযোগ্য নাম হলো ফখর জামান(Pakistan Cricket Team) । তিনি ম্যাট্রিক পাশ করে যোগ দেয় পাকিস্তান নেভি স্কুলে। মাত্র ১৬ বছর বয়েসে করাচির নেভি স্কুলে তিনি যখন যোগ দেন। সেখানকার স্কুলিং শেষ করে পাশাপাশি তিনি সমুদ্রে চলার প্রস্তুতি নেন। পড়াশোনা শেষ করে পাকিস্তানের নেভিতে যোগ দেন তিনি এবং তাদের হয়ে ক্রিকেট খেলা শুরু করেন। তিনি পাকিস্তান নেভির লেফটেন্যান্ট।
ইফতিকার আহমেদ (Pakistan Cricket Team) পাকিস্তান ক্রিকেটে চাচা বলে পরিচিত, তিনি স্নাতক পাশ করেছেন। তারপর নিজের পুরো সময় ক্রিকেটে দেন। পাশাপাশি আলোচনা করা যেতে পারে পাকিস্তানের অলরাউন্ডার সালমাল আল আঘা সম্পর্কে। তিনি হাইস্কুল পাশ করেছেন। অন্যদিকে পাকিস্তানের সহ অধিনায়ক শাদাব খান একজন স্নাতক। এরথেকে বেশি তাঁর শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে সঠিক তথ্য জানা যায় না।
বাবর আজম হলেন পাকিস্তান ক্রিকেট টিমের অধিনায়ক। তিনি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছেন। তবে তিনি হার্ভাড বিজনেস স্কুল থেকে সাম্মানিক ডিগ্রি অর্জন করেছেন। ইনজামাম উল হকের আত্মীয় হলেন পাকিস্তান ক্রিকেট টিমের সদস্য ইমাম উল হক। তিনি ম্যাট্রিক পাশ করেছেন। পরবর্তীকালে লাহোর থেকে কমার্স নিয়ে পড়াশোনা করেন।