ল্যাপটপ থেকে GST! নভেম্বরে বদলে যাচ্ছে ৫ নিয়ম! কতটা চাপ পড়বে আপনার পকেটে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেখতে দেখতে শেষ হতে চলল অক্টোবর মাস। আর দুদিন পরেই শুরু হবে নতুন মাস নভেম্বর। প্রতিমাসের শুরুতেই দেখা যায় সরকারের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়মে নানান বদল আনা হয়। ঠিক সেই রকমই আগামী নভেম্বর মাসেও ল্যাপটপ (Laptop) থেকে জিএসটি (GST) ৫ নিয়মে আসছে পরিবর্তন। এই সকল পরিবর্তন স্বাভাবিকভাবেই প্রভাব ফেলবে পকেটে।

Advertisements

১) প্রথমেই যদি জিএসটির দিকে নজর দেওয়া যায় তাহলে নভেম্বর মাসে যে নিয়ম চালু হচ্ছে তাতে, যে সকল ব্যবসায়ীর ব্যবসার টার্নওভার ১০০ কোটি টাকা বা তার বেশি রয়েছে তাদের ৩০ দিনের মধ্যে ই-চালান পোর্টালে জিএসটি চালান আপলোড করে দিতে হবে। আগামী এক নভেম্বর থেকেই এই নিয়ম জারি হচ্ছে এবং নতুন নিয়ম মেনেই কাজ করতে হবে ব্যবসায়ীদের।

Advertisements

২) ল্যাপটপ থেকে ট্যাবলেট সহ পার্সোনাল কম্পিউটার আমদানির ক্ষেত্রে নতুন নিয়ম জারি হতে পারে নভেম্বর মাস থেকে। কেননা 8741 ক্যাটাগরির ল্যাপটপ, ট্যাবলেট, পার্সোনাল কম্পিউটার আমদানি করার জন্য শেষ সময়সীমা দেওয়া হয়েছে ৩০ অক্টোবর। এক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করা না হলেও নতুন ঘোষণা খুব তাড়াতাড়ি হতে পারে বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে নিয়মে পরিবর্তন এলে এই সকল গ্যাজেট ক্রয় করার ক্ষেত্রে দামে হেরফের হতে পারে।

Advertisements

৩) এখন যদি রান্নার গ্যাসের দিকে তাকানো হয় তাহলে নভেম্বর মাসে ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দামে কোন হেরফের হবে না এমনটাই আশা করা হচ্ছে। তবে দামে হেরফের হতে পারে ১৯ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারে। এক্ষেত্রে যদি দাম বাড়ে তাহলে পকেটে টান পড়বে আর দাম কমলে পকেট ভরবে।

৪) অক্টোবর মাসের ২০ তারিখ বম্বে স্টক এক্সচেঞ্জ ঘোষণা করে জানায়, ১ নভেম্বর থেকে ইক্যুইটি ডেরিভেটিভ সেগমেন্টে লেনদেনের ফি বৃদ্ধি করা হবে। এই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে। কেননা এই সিদ্ধান্তের ফলে ক্ষুদ্র বিনিয়োগকারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তবে বিরোধিতা করা হলেও এখনো এই ধরনের চার্জ তুলে নেওয়ার বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি।

৫) অ্যামাজনের তরফ থেকে আগামী ১ নভেম্বর অ্যামাজন কিন্ডলের সাপোর্টেড কিছু ফাইল রিমুভ করা শুরু করবে। এর মধ্যে রয়েছে MOBI। তাই ব্যবহারকারীরা এই ধরনের ফাইল সরবরাহ করার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।

Advertisements