Honda Eletric Bike: ১০৬ টাকা লিটার পেট্রোল অতীত! এবার বাজার কাঁপাতে আসছে Honda Electric Bike

Prosun Kanti Das

Published on:

Advertisements

Electric bike of Honda will be a strong ace in the market: প্রত্যেকটি ভারতীয়র কাছে হোন্ডা একটি জনপ্রিয় বাইক কোম্পানি। ভারতে প্রচুর পরিমাণে গ্রাহক রয়েছে এই কোম্পানির বাইকের। কিন্তু এবার এক নতুন ধরনের চমক নিয়ে আসছে এই জাপানি কোম্পানি। বর্তমানে বিশ্ব ঝুকছে ইলেক্ট্রিক ভেহিকেলের দিকে। হোন্ডাও নিজেদের সেই রুপে বদলে নিতে চলেছে। মার্কেটের চাহিদাকে মাথায় রেখে তারাও ইলেক্ট্রিক ভেহিকেল আনতে চলেছে। শীঘ্রই হয়তো ভারতের বাজারে আসতে পারে কোম্পানির নতুন ধরনের বাইক (Honda Eletric Bike)। কি নতুন চমক আনতে চলেছে এই কোম্পানিটি? জানতে হলে প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।

Advertisements

নতুন বৈদ্যুতিক কম্পিউটার বাইক (Honda Eletric Bike) আনছে হোন্ডা। তবে এই বিষয়ে অফিসিয়ালভাবে এখনো কোনো রকম মন্তব্য প্রকাশ করেনি এই জাপানি কোম্পানিটি। Honda Livo Electric বাইক শীঘ্রই লঞ্চ হতে চলেছে বাজারে। বাকি কোম্পানিগুলির জন্য প্রতিযোগিতা আরো বাড়তে চলেছে। হোন্ডার এটাই প্রথম ইলেকট্রিক বাইক হিসেবে মার্কেটে লঞ্চ হতে চলেছে।

Advertisements

বর্তমানে কোনো স্বচ্ছ ধারণা না পাওয়া গেলেও সূত্রের মাধ্যমে জানা গেছে যে, Honda Livo এর Electric ভার্সন আসতে পারে খুব তাড়াতাড়ি। বর্তমানে বাইকটির (Honda Eletric Bike)পেট্রোল ভার্সন বিক্রি হচ্ছে কিন্তু পুজোর আগে Livo এর নয়া ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে বাজারে। সুতরাং বাইক প্রেমিকের মধ্যে এই বাইকটি নিয়ে উত্তেজনা তুঙ্গে। পেট্রোল ভার্সনের পর হোন্ডার নতুন ইলেকট্রনিক বাইক রীতিমতো ভারতীয় বাইকের বাজারে আলোরণ তুলে দিয়েছে।

Advertisements

কি কি নতুন ফিচারস থাকবে এই ইলেকট্রনিক বাইকে? হোন্ডার ইলেকট্রিক বাইকে(Honda Eletric Bike)২৫০০ ওয়াটের মোটর থাকবে। মোটরটিকে শক্তি জোগাবে ১১ kwh এর ব্যাটারি। ব্যাটারিটি পুরোপুরি চার্জ হতে সময় নেবে প্রায় ৪ থেকে ৬ ঘন্টা। যদিও ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে জলদি চার্জ করার বিকল্পও থাকতে পারে সেখানে। আধুনিক প্রযুক্তির জন্য এই ইলেকট্রিক বাইক মন জয় করবে সকলের।

বাইকটির মাইলেজ সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? বাইকের মাইলেজ থাকবে ১১০ থেকে ১৫০ কিমির মধ্যে। বর্তমানের যে পেট্রোল মডেলটি পাওয়া যায় তার থেকে দামও কিছুটা বাড়তে পারে। আশা করা যাচ্ছে বাইকটি ১.২০ লাখে লঞ্চ হতে পারে। বাইকটি বাজারে আসলে অন্যান্য বহু কোম্পানির বাইকের সাথে টক্কর হবে ভালোভাবেই। স্বাভাবিকভাবেই ভারতের বাজারে এই ধরনের বাইকের অপেক্ষা হবেই।

Advertisements