Five Post Office Schemes: বিনিয়োগ করুন সরকারি এই ৫ স্কিমে! টাকা ডবল নিয়ে থাকবে না চিন্তা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Invest in five government schemes bound to double your money: যারা বিনিয়োগ করতে ভালোবাসেন তারা প্রথমেই পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করেন, কারণ পোস্ট অফিসে আছে বিভিন্ন রকম স্কিম। যা আপনার সঞ্চিত অর্থ কে ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখবে এবং আপনাকে ডবল রিটার্ন দেবে। বর্তমানে আপনি যদি সরকারি সুরক্ষা সমেত ভালো রিটার্ন পেতে চান অবশ্যই পোস্ট অফিসের এই পাঁচটি স্কিমে বিনিয়োগ করতে পারেন (Five Post Office Schemes)।

Advertisements

এই পাঁচটি স্কিমে আপনি ভালো সুদের হার পাবেন এবং রিটার্ন পাবেন ভালো। আয়কর আইনের ধারা 80C অনুযায়ী এইসব স্কিমে করের ক্ষেত্রে চার পাওয়া যাবে। পোস্ট অফিসের পাঁচটি স্কিম (Five Post Office Schemes) সম্পর্কে বিস্তারিত জেনে নিন। কোন কোন স্কিমে এই সুবিধা পাওয়া যাবে? ন্যাশেনাল সেভিংস স্কিম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, টাইম ডিপোজিট অ্যাকাউন্ট, সুকন্যা সমৃদ্ধি যোজনা ও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমগুলি গ্রাহকদের পক্ষে উপযোগী।

Advertisements

ব্যাঙ্ক-এর এফডি স্কিমের মতো পোস্ট অফিসের টাইম ডিপোজিট অ্যাকাউন্ট খুলে বিনিয়োগকারী নির্দিষ্ট মেয়াদে ভালো টাকা রিটার্ন পেতে পারেন। এক্ষেত্রে বিভিন্ন মেয়াদ রয়েছে এবং এখানে সর্বনিম্ন বিনিয়োগ ১০০০ টাকা আর কোন উচ্চ সীমা নেই। অ্যাকাউন্টধারীর সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক সুদ জমা হয়। এরপর আছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের স্কিম (Five Post Office Schemes)। বেতনভোগী বিনিয়োগকারীদের মধ্যে এটি ভীষণভাবে জনপ্রিয়। এর সুদের হার বার্ষিক চক্রবৃদ্ধি হারে দেওয়া হয়ে থাকে, সেইজন্য প্রকল্পে রিটার্নও বেশি পাওয়া যায়। এই প্রকল্পে কোনো ঝুঁকি নেই। এতে ৫০০ টাকা থেকে ১.৫ লাখ টাকা বিনিয়োগ করা যায়। বিনিয়োগটি 80C-এর অধীনে কর ছাড়ের জন্য যোগ্য।

Advertisements

পাঁচটি স্কিমের মধ্যে অন্যতম সেরা স্কিম হল ন্যাশেনাল সেভিংস স্কিম (Five Post Office Schemes)। ন্যাশনাল সেভিং স্কিমের মেয়াদ হল ৫ বছর। এই স্কিমে কোনো ঝুঁকি নেই। ন্যাশেনাল সেভিংস স্কিম বিনিয়োগের কোনও উচ্চ সীমা নেই। কিন্তু বিনিয়োগের সর্বনিম্ন সীমা হল ১০০০ টাকা৷ ভালো রিটার্ন ও টাকার নিশ্চিত সুরক্ষার জন্য ন্যাশেনাল সেভিংস স্কিম অনেকের কাছেই পছন্দের স্কিম।

তালিকায় আছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মত স্কিম। এতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বিনিয়োগের সীমা যথাক্রমে ১,০০০ টাকা এবং ১৫ লাখ টাকা। স্কিমটির একটি পাঁচ বছরের মেয়াদ রয়েছে যা অতিরিক্ত তিন বছরের জন্য বাড়ানো যায়। বিনিয়োগকারীর বয়স ৫৫ বছর থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। সর্বশেষে আলোচনা করা যেতে পারে সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে। একটি কন্যা শিশুর নামে খোলা যেতে পারে। তবে মেয়েটির বয়স হতে হবে ১৮ বছর, তাহলে সেই সময় এই অ্যাকাউন্টের মালিকানা পাবে। স্কিমটিতে সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এই প্ল্যানটি ধারা 80C এর অধীনে কর ছাড় দেয়।

Advertisements