Honda Activa EV: ১০৬ টাকার পেট্রোলের দিন শেষ! এবার বাজারে আসছে দারুণ মাইলেজের Honda Activa EV

Prosun Kanti Das

Published on:

Advertisements

Buy this Honda scooty to get great mileage: শীঘ্রই শেষ হয়ে আসতে চলেছে পৃথিবীর জীবাশ্ম জ্বালানীর ভাণ্ডার। যার ফলে মানুষ চিরাচরিত শক্তির ব্যবহার ছেড়ে ঝুঁকছে অচিরাচরিত শক্তির দিকে। যথা পেট্রোল গাড়ির পরিবর্তে বর্তমান সমাজ বেশি ঝুঁকছে বৈদ্যুতিক গাড়ির প্রতি। আজকাল প্রায়ই চোখে পড়ে বৈদ্যুতিক বাইক কিংবা স্কুটি। বিভিন্ন কোম্পানিগুলো নানা রকম বৈদ্যুতিক গাড়ি মার্কেটে লঞ্চ করেছে এবং এই প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে চাইছে না হোন্ডা। কোম্পানির পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে তারা দশটি দুই চাকা লঞ্চ করবে। কিন্তু আসন্ন বিভিন্ন পণ্যের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল Honda Activa electric (Honda Activa EV)।

Advertisements

স্বাভাবিকভাবে বাইকপ্রেমীদের কাছে এ যেন দুর্দান্ত সুখবর। তবে জানেন কি কত মাইলেজ দেবে হোন্ডার এই নতুন বৈদ্যুতিক গাড়ি? লেটেস্ট Activa EV গাড়িতে মাইলেজ পাওয়া যাবে ২৮০ কিমি। এর পাশাপাশি রয়েছে অন্যান্য দুর্দান্ত ফিচারস যেমন ব্যাটারি ব্যাকআপ এবং শক্তিশালী মোটর। যা এই গাড়ির (Honda Activa EV) অন্যতম আকর্ষণীয় ফিচারস। এই গাড়ি নিয়ে মার্কেটে উত্তেজনা রীতিমতো তুঙ্গে।

Advertisements

কোনরকম বিস্তারিত খবর এখনো অব্দি জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে। কিন্তু এই বাইক মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ করবে সূত্র মাধ্যমে এমনটাই জানা যাচ্ছে। তাহলে এবার জেনে নিতে হবে হোন্ডার নতুন এই ইলেকট্রনিক বাইকে (Honda Activa EV) কি কি অত্যাধুনিক ফিচারস রয়েছে?

Advertisements

একটি রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে যে, Honda Activa Electric বাইকে (Honda Activa EV) থাকবে ডিজিটাল টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইউএসবি চার্জার, টেলিস্কোপিক সাসপেনশন, অ্যালয় হুইলস, স্মার্টফোন সংযোগ, স্ক্রিন অ্যালার্ট ফিচারস, ক্রুজ কন্ট্রোল, মিউজিক প্লেয়ার, স্পিকার রিমোট আনলক, এবং ডিস্ক ব্রেক সহ একাধিক ফিচারস।

বর্তমান বাইকের বাজারে কিন্তু সব থেকে বেশি পরিমাণে বিক্রি হচ্ছে হোন্ডা অ্যাক্টিভা বাইকটি। ভবিষ্যতে যে বৈদ্যুতিক সংস্করণটি মার্কেটে লঞ্চ হবে আশা করা যাচ্ছে সেটি আরো বেশি সাশ্রয়ী হবে এবং গ্রাহকদের মন জয় করবে সহজেই। এখনো পর্যন্ত বাইকটির দাম সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। ২০২৬-২৭ সালের মধ্যে এটি মার্কেটে লঞ্চ হতে পারে। ফোনটা পরিকল্পনা করেছে বার্ষিক দশ লাখ ইউনিট গাড়ি তারা প্রোডাকশন করবে। বাইক প্রেমীরা এখন শুধুমাত্র অপেক্ষা করবে হোন্ডার এই নতুন বাইকটি মার্কেটে লঞ্চ হওয়ার জন্য।

Advertisements